‘চীনে সাইবার হামলার সঙ্গে জড়িত মার্কিন গোয়েন্দা সংস্থা’
অক্টোবর ৬, চীন আন্তর্জাতিক বেতার: মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার সাইবার আক্রমণের প্রমাণসহ উপস্থান করেছে চীনের কম্পিউটার ভাইরাস ইমার্জেন্সি রেসপন্স সেন্টার। অভিযোগে বলা হয়, চীনের নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সি’র সার্ভারে সাইবার আক্রমণ চালিয়ে তথ্য চুরি ও ডকুমেন্ট হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসএ। তবে ইউরোপ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের সহযোগিতায় এসব হামলা মোকাবিলা করার কথাও জানিয়েছেন চীনা প্রযুক্তিবিদরা।
আধুনিক ও প্রযুক্তিগত নানা দিকে চীনের অগ্রগতি ঈর্ষণীয়। বিশেষ করে প্রযুক্তি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার মানোন্নয়ন ও নানা উদ্ভাবনে কাজ করে যাচ্ছে নিরন্তর। এমন অবস্থায় এসব প্রতিষ্ঠানের কার্যক্রমকে নানাভাবে বাধাগ্রস্ত করার ধারাবাহিক অপচেষ্টা চলছি কিছু পশ্চিমা দেশথেকে।
এবার সাইকার আক্রমণের হাজারো অভিযোগের প্রমাণ উপস্থাপন করলো চীনের ন্যাশনাল কম্পিউটার ভাইরাস ইমার্জেন্সি রেসপন্স সেন্টার –সিভিইআরসি। তাদের দাবি, চীনের একটি বিশ্ববিদ্যালয়ের সার্ভারে ঢুকে তথ্য চুরি ও সাইবার আক্রমণের কয়েক হাজার প্রচেষ্টা চালিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি –এনএসএ।
বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম ব্যহত করতে এবং তথ্য চুরি করতে অন্তত ৪১ ধরনের সাইবার অস্ত্র ব্যবহার করে এনএসএ। আক্রমণকারীদের আক্রমণের সময়, ভাষা, আচরণ ও অভ্যাস বিশ্লেষণ করে বলা হয়, এসব আক্রমণ চালানো হয়েছে সেমি অটোমেটেক ব্যবস্থাপনায়।