২০৩৫ সালের মধ্যে চীনে জলবায়ু সহনশীল সমাজ
সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: চীনে প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির শিকার হন ৩০ কোটি মানুষ, আর্থিক ক্ষতি হয় প্রায় সাড়ে ৪ হাজার কোটি মার্কিন ডলার। সামনের দিনগুলোতে জলবায়ুর প্রভাবে বাড়বে বন্যা ও খরার মতো নানা দুর্যোগ। এ কারণে ২০৩৫ সালের মধ্যেই জলবায়ু সহনশীল সমাজ গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে চীন। চীনের ইতিহাসে প্রথমবারের মতো প্রণয়ন করা হয়েছে ‘ক্লাইমেট চেইঞ্জ অ্যাডাপটেশন স্ট্র্যাটেজি।
সারা বিশ্বের মতো চীনেও প্রতি বছর বন্যায় ডুবে যায় বিস্তীর্ণ অঞ্চল। দাবদাহে আক্রান্ত হচ্ছে বহু অঞ্চল। প্রাণহানী ও সম্পদের ক্ষতিই কেবল নয়, প্রাকৃতিক দুর্যোগে প্রতি বছর চীন জুড়ে ক্ষতির শিকার হন ৩০ কোটি মানুষ। এসব দুর্যোগে চীনে প্রতি বছর আর্থিক ক্ষতি হয় প্রায় সাড়ে ৪ হাজার কোটি মার্কিন ডলার।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এবার ‘জাতীয় জলবায়ু পরিবর্তন অভিযোজন নীতি ২০৩৫ প্রণয়ন করেছে চীন। লক্ষ্য ২০৩৫ সালের মধ্যে জলবায়ু সহনশীলতা বাড়ানো।
ছাও ছিংছেন, পরিচালক, জাতীয় জলবায়ু কেন্দ্র