২০৩৫ সালের মধ্যে চীনে জলবায়ু সহনশীল সমাজ
এরইমধ্যে কিছু কার্যক্রম শুরু হয়েছে বলে জানায় চীনের জাতীয় জলবায়ু কেন্দ্র। বিশেষ করে খরা ও দাবদাহ প্রবণ এলাকায় সহনশীল শস্য চাষের ব্যাপারে কাজ চলছে। কিছু কিছু ফসল উত্তরের শীত প্রধান এলাকায় চাষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
জাতীয় জলবায়ু পরিবর্তন অভিযোজন নীতিতে বলা হয়েছে, ২০৩৫ সালের মধ্যে জলবায়ু বিষয়ের যে কোন পরিবর্তন পর্যবেক্ষণ ও আগাম তথ্য সরবরাহ করার সক্ষমতাকে বিশ্ব মানে উন্নীত করা হবে। ফলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ঝুঁকি ব্যবস্থাপনা ও প্রতিরোধ ব্যবস্থার উন্নয়ন ঘটবে বলে মনে করে চীন।