জমে উঠেছে জাতীয় বৃক্ষমেলা
মায়ের সাথে মেলায় গাছ কিনতে এসেছে বারো বছর বয়সী আজমির রায়হান। চীন আন্তর্জাতিক বেতারকে জানান, “গাছ আমার খুব পছন্দ। তাই কিনতে এসেছি গাছ”।
মহামারির গেল দুই বছরের ধাক্কা কাটিয়ে এবার ভালো বিক্রির আশা নিয়ে স্টল দিলেও খুব বেশি ভালো বিক্রি হচ্ছে না বলে জানান আবাদী নার্সারির মালিক সালমা বানু শিফা। ২০০৫ সাল থেকে জাতীয় বৃক্ষমেলায় অংশ নেন তিনি।
আবাদী নার্সারির মালিক সালমা বানু শিফা চীন আন্তর্জাতিক বেতারকে জানান, “দুই বছর খুব লস হয়েছে আমাদের। কর্মীও ছাটাই করতে বাধ্য হয়েছি। এখন মেলায় আসছি আশা নিয়ে। কিন্তু তেমন বিক্রি হয়নি এবার। মানুষ-জনও কম আসতেছে মেলায়।
অন্যদিকে এবার গাছ বিক্রি নিয়ে আশাবাদী সুবুজ আলো নার্সারীর মালিক সুলাইমান রহমান। তিনি চীন আনতর্জাতিক বেতারকে জানান, “সব ধরনের গাছই বিক্রি হচ্ছে কমবেশি। তবে বেশি বিক্রি হচ্ছে ফলের গাছ। আশা করি এবার ভালো বিক্রি হবে”।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাসব্যাপী এই বৃক্ষমেলা চলবে আগামী ৪ জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের জন্য বৃক্ষমেলায় প্রবেশ একদম ফ্রি।
সম্পাদনা: সাজিদ রাজু