জমে উঠেছে জাতীয় বৃক্ষমেলা
মেলা ঘুরে দেখা যায় চেনা অচেনা নানা প্রজাতির ফুল ও ফলের গাছ। এদের মধ্যে আছে ডুরিয়ান, অলিভ, কাউ, পিচ, কিউই ফল, অ্যাভোকেডো, আলমন্ডা, ড্রাসিনা, লোকাট ফল, এবিউ ফল কালোজাম, সাতকরা, সফেদা, কদবেল, আতা, কুল, বড়ই, ডালিম, করমচা, বেল, জাম্বুরা, কাঁঠাল, লাল কাঁঠাল, চাম কাঠাল, ডুমুর, কাজু বাদাম। আছে জবা, ম্যান্ডেভিলা, হাসনাহেনা, পলাশ, কনকচাঁপা, বাসন্তি, মালতী, নয়নতারা ফুলের চারা। দেখা মিলবে আঁশফল, ঘৃতকুমারী, লটকনসহ নাম জানা-অজানা হাজারো ফল ও ফলের দেশি-বিদেশি গাছ। চারাগুলোতেও ধরেছে মৌসুমী ফল।
মেলার বেশিরভাগ স্টলেই দেখা যায় নানা জাতের আমগাছের পসরা। এর মধ্যে রয়েছে জাপানি সূর্য ডিম, কিং অব চাকাপাত, ব্রুনাই কিংসহ দেশি–বিদেশি নানা জাতের আমগাছ। ছাদবাগানে চাষের উপযোগী এসব গাছে ঝুলছে রংবেরঙের থোকা থোকা আম।
-
বনজ, ফলদ ও ঔষধি গাছের পাশাপাশি মেলায় বিভিন্ন ধরনের অর্কিড পাওয়া যাচ্ছে। বাসার বারন্দা কিংবা জানালায় ঝুলিয়ে রাখার মতো ডেনড্রোবিয়াম, ক্যাটারিয়া, ভ্যারেন্ডা জাতের অর্কিড পাওয়া যাবে ৩০০ থেকে আড়াই হাজার টাকায়।
রাজধানীর মুগদা থেকে বৃক্ষমেলায় এসেছে সুম্মিতা খাতুন। তিনি চীন আন্তর্জাতিক বেতারকে জানান, ‘আমাদের বাসায় ছাদ বাগান আছে, এইজন্য মেলায় আসছি গাছ কিনতে, ভালো লাগে গাছ লাগাতে। দুই বছর আসার সুযোগ হয়েছে মেলায়”।