জমে উঠেছে জাতীয় বৃক্ষমেলা
আফরিন মিম, চীন আন্তর্জাতিক বেতার: করোনা মহামারির কারণে গত দুই বছর বাংলাদেশে আয়োজন করা হয়নি বৃক্ষমেলা। এবার রাজধানী ঢাকায় বসেছে বৃক্ষমেলার জমজমাট আয়োজন।
রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে চলছে মাসব্যাপী ‘জাতীয় বৃক্ষমেলা ২০২২’। এবারের জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বৃক্ষ-প্রাণে প্রকৃতি প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’।
বন অধিদপ্তর আয়োজিত বৃক্ষমেলায় স্টল রয়েছে ১১০টি। মেলায় প্রতিদিন হাজার হাজার চারাগাছ বিক্রি হচ্ছে। বন বিভাগ জানিয়েছে, শুরু থেকে এখন পর্যন্ত বিক্রিত চারার সংখ্যার ৯ লাখ ৮২ হাজার ১২৫। যার বিক্রয়মূল্য ৬ কোটি ১৬ লাখ ৯৬ হাজার ৭৬৯ টাকা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রকৃতিপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়েছে বৃক্ষমেলা। বিভিন্ন প্রজাতির চারা গাছ, সার, গাছ পরিচর্যার যন্ত্রপাতি বিক্রিও হচ্ছে বেশ। বৃক্ষমেলায় দর্শনার্থীরা ঘুরেঘুরে দেখছেন, ভিডিও করছেন, ছবি তুলছেন।