বাংলা

সাগরে কোরালরিফ ফিরিয়ে আনার ব্যতিক্রমী উদ্যোগ চীনের

CMGPublished: 2022-06-16 20:24:15
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সাজিদ রাজু, জুন ১৬: সামুদ্রিক বাস্তুসংস্থান স্বাভাবিক রাখতে যেখানে ৫০ শতাংশ হওয়া দরকার কোরালের, সেখানে দক্ষিণ চীন সাগরে কোরালের উপস্থিতি মাত্র ১০ শতাংশ। সমূদ্র বিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে সমূদ্রের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে, কমছে কোরালের সংখ্যা। তবে চীনের প্রচেষ্টা থেমে নেই। চায়না অ্যাকাডেমি অব সায়েন্সের একদল বিজ্ঞানী কোরালের সংখ্যা বাড়াতে নিয়েছে নানা পদক্ষেপ।

দক্ষিণ চীন সাগরের বিরল বৈশিষ্টের একটি এখনকার বিরল প্রজাতীর কোরাল রিফ। সমুদ্র তলের বাস্তুসংস্থান রক্ষা এবং ৩০ শতাংশ পর্যন্ত সামুদ্রিক প্রাণি ও মাছের বসবাসের জায়গা এসব কোরাল রিফ। পাশাপাশি জীববৈচিত্র ও প্রাকৃতিক পরিবেশ রক্ষার অন্যতম উপাদান এই বিশেষ জীবন্ত সত্তা।

সমুদ্র বিজ্ঞানীরা বলছেন, দীর্ঘদিনের বৈশ্বিক উষ্ণতার প্রভাবে এখন ধ্বংসের পথে আড়াই কোটি বছর ধরে সমুদ্র তলদেশে বিস্তার লাভকরা দুর্লভ কোরাল রিফ। বিশেষ করে ১৯৯৮ সালে ঘটা উষ্ণ সমুদ্র স্রোত বা এল নিনোর কারণে বিশ্ব ব্যাপী বিপুল সংখ্যক কোরালের মৃত্যু হয়। আর বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে গেল ৩ দশকে বিশ্বজুড়ে ক্রমাগত কমছে এই কোরাল রিফের সংখ্যা। দক্ষিণ চীন সাগরের জলজপ্রাণির অন্তত ৫০ শতাংশ যেখানে কোরাল থাকার কথা সেখানে আছে মাত্র ১০ শতাংশ। তাই কপালে চিন্তার ভাজ পরিবেশ কর্মী ও সমুদ্র বিজ্ঞানীদের।

তবে আশার কথা, সীবেডে মহামূল্যবান এসব কোরাল রিফ ধ্বংসের হাত থেকেই কেবল নয় বরং সঠিক অনুপাতে ফেরাতে কাজ শুরু করেছে চীনের একদল বিজ্ঞানী।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn