জমজমাট মৌসুমি ফলের বাজার
আফরিন মিম, চীন আন্তর্জাতিক বেতার: বাংলাদেশে মধুমাস জ্যৈষ্ঠ আসতে না আসতেই রাজধানী ঢাকায় আসতে শুরু করেছে নানা জাতের মৌসুমি ফল। কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, স্তরে স্তরে নানা জাতের ফল সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। তবে এখনও আসেনি মৌসুমি সব ফল। ক্রেতা দেখলেই হাঁক-ডাক দিচ্ছেন বিক্রেতারা। সেই সঙ্গে ফলের দর কষাকষি করছেন ক্রেতারাও। তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ক্রেতা-বিক্রেতাদের মাঝে।
ক্রেতারা বলছেন, অন্য যে কোনো বছরের তুলনায় এবার ফলের দাম অনেকটাই বেশি। অন্যদিকে ফল বিক্রেতারা বলছেন, এখনও ফলের পুরো মৌসুম শুরু হয়নি। মৌসুমের শুরুতে দাম একটু বেশি থাকে। এছাড়া এবার ফলও কম উৎপাদন হয়েছে। তাই ভরা মৌসুমেও দাম বেশি থাকবে।
কারওয়ান বাজারে, প্রতিটি পাকা কাঁঠাল ৭০ টাকা থেকে শুরু করে আকার ভেদে ২৫০ টাকা, প্রতিকেজি পাকা হিমসাগর, গোপালভোগ, লক্ষণভোগ আম ৮০ টাকা থেকে ১৬০ টাকা, প্রতি ১০০ পিস লিচু ২৫০ টাকা থেকে ৩৫০ টাকা, প্রতিকেজি জাম ২৫০ টাকা, প্রতিটি তরমুজ আকার ভেদে ৫০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে, তাল প্রতি পিস বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকা দরে। বাঙ্গি ৭০ থেকে ১৫০ টাকা। পাশাপাশি সাদা জামরুল কেজিপ্রতি ৭০-৮০ টাকা আর লাল জামরুল ৯০-১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
কথা হয় পাইকারি কারওয়ান বাজারে আম কিনতে আসা ক্রেতা সালমা খাতুনের সাথে। তিনি আন্তর্জাতিক বেতারকে জানান, “বাজারে আসলাম আম কেনার জন্য। এইবার দেখছি আমের দাম অনেক বেশি। সাধারণত শুরুতে আমের মণ ১৪০০-১৬০০ টাকা হয়। কিন্তু এবার শুরুতেই ২২০০ টাকা মণ”।
সন্তানদের জন্য মধুমাসের ফল কিনতে এসেছেন আসমা আক্তার। তিনি চীন আন্তর্জাতিক বেতারকে জানান, “জ্যৈষ্ঠ মাস আসলেই বাজারে ফল কিনতে আসা হয়। কিন্তু এইবার দেখছি ফলের দাম অনেক বেশি” ।