বাংলা

জমজমাট মৌসুমি ফলের বাজার

CMGPublished: 2022-06-02 19:31:33
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

কাঁঠাল আর তরমুজ কেনার পর কলার বাজারে ঘুরছিলেন লিয়াকত আলী। তিনি চীন আন্তর্জাতিক বেতারকে জানান, সবফলের দামই বেশি। এখন এক কেজি কলা চাচ্ছে ১২০ টাকা ডজন”

কাওরান বাজারের ফল বিক্রেতা আরিফ হোসেন চীন আন্তর্জাতিক বেতারকে বলেন, আমরা এখন ভালোমানের হিমসাগর বিক্রি করছি ১০০ টাকা। আর নিম মানের বিক্রি করছি ৮০ টাকা। আরেকটু ছোট যেটা ৬০ টাকা”।

এদিকে রাজশাহী জেলা প্রশাসন গাছ থেকে আম নামানোর সময় নির্ধারণ করে দিয়েছে। যার ফলে আগামী ৬ জুন থেকে ল্যাংড়া, ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি, ১০ জুলাই থেকে আশ্বিনা ও বারি আম-৪, ১৫ জুলাই থেকে গৌরমতি ও ২০ আগস্ট থেকে ইলামতি আম বাজারে আসবে।

আমের দাম নিয়ে জিজ্ঞাসা করলে আরেক বিক্রেতা বলেন, আগামী সপ্তাহ থেকে রাজশাহীর আরও আম নামবে। তখন দাম কিছুটা কমবে, ৪০ টাকা থেকে ৬০ টাকায় বিক্রি হবে”।

লিচুর বিক্রি ও দাম নিয়ে জানতে চাইলে বিক্রেতা আনার মিয়া জানায়, “লিচু ভালো বিক্রি হচ্ছে। এখন বোম্বাই লিচু বিক্রি করছি ৩০০ টাকা থেকে ৩৫০ টাকায়। আর বড়টা বিক্রি করছি ৪০০ টাকায়”।

সম্পাদনা: সাজিদ রাজু

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn