বাংলা

বাংলাদেশের মূল্যস্ফীতি ১৬ মাসের সর্বোচ্চ

CMGPublished: 2022-04-01 14:15:52
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ঢাকা, মার্চ ৩১: দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। খাদ্য ও খাদ্য বহির্ভূত পণ্যের দাম দিন দিন বেড়েই চলছে।

সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো –বিবিএস’র সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ঊর্ধ্বমুখীর চিত্র। যাতে দেখা যাচ্ছে গত ফেব্রুয়ারিতে দেশে ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছে। যেখানে সাধারণ মূল্যস্ফীতির হার ছিলো ৬ দশমিক ১৭ শতাংশ। অর্থাৎ গেল বছরের ফেব্রুয়ারিতে যে পণ্য বা সেবা ১০০ টাকায় পাওয়া যেত, চলতি বছরের ফেব্রুয়ারিতে তা কিনতে খরচ করতে হচ্ছে ১০৬ টাকা ১৭ পয়সা।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গেল মাসে খাদ্যে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ২২ শতাংশ। আর খাদ্য বহির্ভূত খাতে যা ছিল ৬ দশমিক ১০ শতাংশ।

বিবিএসের প্রতিবেদনে দেখা গেছে, শহরের তুলনায় গ্রামাঞ্চলে গড় মূল্যস্ফীতির হার বেশি। জানুয়ারি মাসে যেখানে গড় মূল্যস্ফীতির হার ছিল ৬ দশমিক শূন্য ৭ শতাংশ, ফেব্রুয়ারিতে তা বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৪৯ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতির হার ফেব্রুয়ারি মাসে বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৬২ শতাংশ, আগের মাসে যা ছিল ৫ দশমিক ৯৪ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতির হার কমে ৬ দশমিক ২৫ শতাংশ হয়েছে, যা আগের মাসে ছিল ৬ দশমিক ৩২ শতাংশ।

শহরের মূল্যস্ফীতিরও একই চিত্র। ফেব্রুয়ারিতে শহরাঞ্চলে গড় মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৫৯ শতাংশ। জানুয়ারি মাসে তা ছিল ৫ দশমিক ৪৭ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতির হার বেড়ে ৫ দশমিক ৩০ শতাংশ হয়েছে, আগের মাসে যা ছিল ৪ দশমিক ৮৫ ভাগ। অবশ্য খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতির হার কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৯১ শতাংশ, জানুয়ারিতে যা ছিল ৬ দশমিক ১৭ ভাগ।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn