বাংলা

বাংলাদেশের মূল্যস্ফীতি ১৬ মাসের সর্বোচ্চ

CMGPublished: 2022-04-01 14:15:52
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

করোনাপরবর্তী সময় ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে মূল্যস্ফীতির হার বেড়েছে বলে জানিয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর।

ড. আহসান এইচ মনসুর

“মূল্যস্ফীতি বর্তমানে যে পর্যায়ে আছে তাতে এর প্রভাব সরাসরি কৃষকের উপর পড়ছে না। সরকার ভর্তুকি দিয়ে চেষ্টা করছে কাটিয়ে উঠতে। তবে এটা সরকারের বাজেটের উপর চাপ পড়ে যাচ্ছে। সরকারের ভর্তুকির পরিমান অনেক বেড়ে যাচ্ছে”।

চলতি ২০২১-২২ অর্থবছরের বাজেটে সরকার মূল্যস্ফীতির হারের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল, সেই লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় বলেও মনে করেন এই অর্থনীতিবিদ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমিয়ে আনতে খাদ্যণ্য উৎপাদনের দিকে গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি।

অন্যদিকে ভোজ্যতেল ও গমের সাথে খাদ্য বহির্ভূত পণ্যের ক্ষেত্রে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থাকে আরো উন্নত করার কথা বলেন তিনি।

বিবিএসের প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সম্প্রতি বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আশা প্রকাশ করে বলেন, অর্থবছর শেষে দেশের মূল্যস্ফীতির হার সহনীয় পর্যায়ে নেমে আসবে।

তিনি বলেন, “মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখতে সরকার বিশেষ গুরুত্ব সহকারে বিবেচনা করছে”।

প্রতিবেদন: আফরিন মিম

সম্পাদনা: সাজিদ রাজু

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn