বাংলা

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসের নিরাপত্তায় স্যাটেলাইট

CMGPublished: 2022-03-24 20:07:53
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সাজিদ রাজু, মার্চ ২৪: আগামী জুনে বসছে গ্রীষ্মকালীন ক্রিড়া প্রতিযোগিতা -ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্পোর্টস ফেডারেশন বা ফিসুর আয়োজনে এবারের আসর বসছে চীনের ছেংদুতে। ইভেন্ট চলার সময় যে কোন দুর্যোগ কিংবা বৈদ্যুতিক ও অগ্নে দুর্ঘটনা থেকে রক্ষা পেতে উৎক্ষেপণ করা হয়েছে স্যাটেলাইট। সংযুক্ত করা হয়েছে অপটিক্যাল ক্যামেরা, ব্যবহার করা হয়েছে নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা।

সম্প্রতি চীনের লং মার্চ-এইট রকেটে করে মহাকাশে ছোটে স্যাটেলাইট ‘তাইয়ুনহাও’।

আগামী জুনে শুরু হতে যাওয়া গ্রীষ্মকালীন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস এ ব্যবহার করা হবে এই স্যাটেলাইট। মহাকাশ প্রযুক্তির প্রথম সম্মীলন ঘটছে এ খেলায়।

হবেই না বা কেন? শিক্ষার্থীদের সবচেয়ে বড় ক্রিড়া আসর এটি। বিশ্বের দেড়শতাধিক দেশ থেকে অন্তত ১০ হাজার শিক্ষার্থী অংশ নেবে ১২ দিন ব্যাপী এ আয়োজনে। নানা মাধ্যমে এ খেলা দেখবে শতাধিক দেশের ৩০০ মিলিয়ন মানুষ। তাই নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবেই এ স্যাটেলাইট উৎক্ষেপণ।

যে কোন জরুরি বা দুর্যোগে সর্বোচ্চ কম সময়ের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য ব্যবহার করা হবে স্যাটেলাইটটি। অপটিক্যাল ক্যামেরা ইনফ্রারেড ও দৃশ্যমান লাইটে তৈরি ছবি ধারণ করতে পারে। স্যাটেলাইটটির সরবরাহ করা তথ্য ব্যবহার করা যাবে খেলার বিভিন্ন আয়োজনে। পুরো আয়োজনের বিদ্যুৎ বা অগ্নিকাণ্ডসহ যে কোন দুর্ঘটনা প্রতিরোধে তথ্য দেবে স্যাটেলাইটটি।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn