ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসের নিরাপত্তায় স্যাটেলাইট
তাইয়ুনহাও স্যাটেলাইট প্রকল্পের উপ-কমান্ডার ছাও হংচিয়ে। তিনি জানান, কার্বন নিঃসরণ কমানোর ক্ষেতেও এই স্যাটেলাইটটি রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা।
ছাও হংচিয়ে, তাইয়ুনহাও স্যাটেলাইট প্রকল্পের উপ-কমান্ডার
“স্যাটেলাইটটিতে আমরা নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেছি। এটি পৃথিবীপৃষ্ঠের অস্বাভাবিক তাপমাত্রা বিশ্লেষণ করে তথ্য পাঠাতে পারে। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস আয়োজনেও এটি আমাদের দুর্যোগ বা দুর্ঘটনা, আগুন কিংবা বৈদ্যুতিক সমস্যা সম্পর্কে তথ্য দেবে।”
ক্রিড়া ক্ষেত্রের এ মহাযজ্ঞ চলবে জুলাই এর প্রথম সপ্তাহ জুড়ে।