বাংলা

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসের নিরাপত্তায় স্যাটেলাইট

CMGPublished: 2022-03-24 20:07:53
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সাজিদ রাজু, মার্চ ২৪: আগামী জুনে বসছে গ্রীষ্মকালীন ক্রিড়া প্রতিযোগিতা -ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্পোর্টস ফেডারেশন বা ফিসুর আয়োজনে এবারের আসর বসছে চীনের ছেংদুতে। ইভেন্ট চলার সময় যে কোন দুর্যোগ কিংবা বৈদ্যুতিক ও অগ্নে দুর্ঘটনা থেকে রক্ষা পেতে উৎক্ষেপণ করা হয়েছে স্যাটেলাইট। সংযুক্ত করা হয়েছে অপটিক্যাল ক্যামেরা, ব্যবহার করা হয়েছে নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা।

সম্প্রতি চীনের লং মার্চ-এইট রকেটে করে মহাকাশে ছোটে স্যাটেলাইট ‘তাইয়ুনহাও’।

আগামী জুনে শুরু হতে যাওয়া গ্রীষ্মকালীন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস এ ব্যবহার করা হবে এই স্যাটেলাইট। মহাকাশ প্রযুক্তির প্রথম সম্মীলন ঘটছে এ খেলায়।

হবেই না বা কেন? শিক্ষার্থীদের সবচেয়ে বড় ক্রিড়া আসর এটি। বিশ্বের দেড়শতাধিক দেশ থেকে অন্তত ১০ হাজার শিক্ষার্থী অংশ নেবে ১২ দিন ব্যাপী এ আয়োজনে। নানা মাধ্যমে এ খেলা দেখবে শতাধিক দেশের ৩০০ মিলিয়ন মানুষ। তাই নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবেই এ স্যাটেলাইট উৎক্ষেপণ।

যে কোন জরুরি বা দুর্যোগে সর্বোচ্চ কম সময়ের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য ব্যবহার করা হবে স্যাটেলাইটটি। অপটিক্যাল ক্যামেরা ইনফ্রারেড ও দৃশ্যমান লাইটে তৈরি ছবি ধারণ করতে পারে। স্যাটেলাইটটির সরবরাহ করা তথ্য ব্যবহার করা যাবে খেলার বিভিন্ন আয়োজনে। পুরো আয়োজনের বিদ্যুৎ বা অগ্নিকাণ্ডসহ যে কোন দুর্ঘটনা প্রতিরোধে তথ্য দেবে স্যাটেলাইটটি।

তাইয়ুনহাও স্যাটেলাইট প্রকল্পের উপ-কমান্ডার ছাও হংচিয়ে। তিনি জানান, কার্বন নিঃসরণ কমানোর ক্ষেতেও এই স্যাটেলাইটটি রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা।

ছাও হংচিয়ে, তাইয়ুনহাও স্যাটেলাইট প্রকল্পের উপ-কমান্ডার

“স্যাটেলাইটটিতে আমরা নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেছি। এটি পৃথিবীপৃষ্ঠের অস্বাভাবিক তাপমাত্রা বিশ্লেষণ করে তথ্য পাঠাতে পারে। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস আয়োজনেও এটি আমাদের দুর্যোগ বা দুর্ঘটনা, আগুন কিংবা বৈদ্যুতিক সমস্যা সম্পর্কে তথ্য দেবে।”

ক্রিড়া ক্ষেত্রের এ মহাযজ্ঞ চলবে জুলাই এর প্রথম সপ্তাহ জুড়ে।

Share this story on

Messenger Pinterest LinkedIn