মেড ইন চায়না : পর্ব-২২: হাইব্রিড ধান
১৯৯৬ সালে, চীনা কৃষি মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে একটি সুপার রাইস ব্রিডিং প্রোগ্রাম চালু করে। চার বছর পর প্রথম ধাপে প্রতি হেক্টরে সাড়ে ১০ টন উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়। ২০০৪ সালে ১২ টন, ২০১১ সালে সাড়ে ১৩ টন এবং ২০১৪ সালে ১৫ টন উৎপাদন করে তৈরি হয় রেকর্ড।
২০২০ সালে, ইউয়ানের গবেষণা দলের উদ্ভাবিত হাইব্রিড চাল প্রতি মু জমিতে দেড় হাজার কেজি ফলনের মাইলফলক অর্জন করেছিল, যা কিনা একটি বিশ্ব রেকর্ড।
মহান এ বিজ্ঞানীকে সম্মাননা জানাতে কার্পণ্য করেনি বিশ্ব। তার নামে চীনে শুধু একটি কলেজই নয়, চারটি গ্রহাণুর নামও রাখা হয়েছে তার নামে। ২০১১ সালে তিনি পেয়েছেন মাহাথির বিজ্ঞান পুরস্কার।
তার আগে ২০০০ সালে চীনের রাষ্ট্রীয় প্রধান বিজ্ঞান ও প্রযুক্তি পুরস্কার ও কৃষিতে উলফ পুরস্কার এবং ২০০৪ সালে বিশ্ব খাদ্য পুরস্কার।
২০২১ সালে মৃত্যুর আগপর্যন্ত তিনি চায়না ন্যাশনাল হাইব্রিড রাইস সেন্টারের মহাপরিচালক ছিলেন।
গ্রন্থনা ও উপস্থাপনা: ফয়সল আবদুল্লাহ
অডিও সম্পাদনা: নাজমুল হক রাইয়ান
কণ্ঠ: শান্তা/ফয়সল
সার্বিক তত্ত্বাবধান: ইউ কুয়াং ইউয়ে আনন্দী