মেড ইন চায়না : পর্ব-১৯ : ফাস্ট টেলিস্কোপ
ফাস্টের কাজকর্মের পরিধি কিন্তু ৫০০ মিটারে আটকে রাখতে রাজি নন চীনা বিজ্ঞানীরা। চলছে ফাস্টের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নের কাজ। নতুন পরিবর্ধন প্রকল্পে ফাস্ট সাইটের ৫ কিলোমিটারের মধ্যে স্থাপন করা হবে ২৪টি সেকেন্ডারি ৪০ মিটার আকারের অ্যান্টেনা। ২০২৭ সাল নাগাদ শেষ হবে দ্বিতীয় ধাপের নির্মাণকাজ।
এর লক্ষ্য হলো টেলিস্কোপটির সংবেদনশীলতা বাড়ানো এবং একে একটি উচ্চ কৌণিক রেজুলেশন দেওয়া।
বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে সংবেদনশীল রেডিও টেলিস্কোপ হিসাবে, চীনের তৈরি ফাস্ট শুধু যে মহাজাগতিক রহস্য উন্মোচনই করছে তাই নয়, বরং মানব জ্ঞানের সীমানাকেও এটি নিয়ে যাচ্ছে আরও বহুদূর। তত্ত্বীয় জ্ঞান-বিজ্ঞান ও গভীর মহাকাশ অনুসন্ধানেও যে চীন রকেটের গতিতে এগিয়ে চলেছে, তারই সুবিশাল সাক্ষী এই ফাইভ হান্ড্রেড মিটার অ্যাপারচার রেডিও স্ফেরিক্যাল টেলিস্কোপ।
গ্রন্থনা ও উপস্থাপনা: ফয়সল আবদুল্লাহ
অডিও সম্পাদনা: নাজমুল হক রাইয়ান
কণ্ঠ: শান্তা/ফয়সল
সার্বিক তত্ত্বাবধান: ইউ কুয়াং ইউয়ে আনন্দী