মেড ইন চায়না: টুথব্রাশ ও টয়লেট পেপার
সেই থেকে এখন পর্যন্ত বিশ্বজুড়ে টয়লেট উৎপাদনেও শীর্ষ স্থান দখল করে আছে চীন। ২০২২ সালের এক হিসাবে দেখা গেছে ওই বছর চীন থেকে প্রায় ৫০০ কোটি ডলার মূল্যের টয়লেট পেপার রপ্তানি হয়েছিল।
শেষ করার আগে জানিয়ে রাখি টয়লেট পেপার নিয়ে আরও কিছু তথ্য
· সারা বিশ্বে বছরে প্রায় ৪ কোটি ২০ লাখ টন টয়লেট পেপার ব্যবহার করা হয়।
· চীনের মিং রাজবংশের সময় ১৩৯১ সালে চীনা রাজপরিবারের সদস্যদের জন্য প্রথম সুগন্ধিযুক্ত টয়লেট পেপার তৈরি করা হয়েছিল। ওই সুগন্ধি শিটগুলোর আকার ছিল ২ বাই ৩ ফুট। ওই সময় চীনা সম্রাট হোং উ’ও তার জন্য বিশেষভাবে সুগন্ধীযুক্ত টয়লেট পেপার তৈরির নির্দেশ দিয়েছিলেন।
· দেড় হাজার বছর আগেকার চীনের এ আবিষ্কার এখন মহাকাশের স্পেস স্টেশনেও ব্যবহৃত হচ্ছে।
টুথব্রাশ থেকে টয়লেট পেপার, মোটকথা, গোটা বিশ্বকে পরিচ্ছন্নতার একটা বড় চিন্তা থেকে বাঁচিয়ে দিয়েছে এ দুটি চীনা আবিষ্কার। এখনও এ দুটি পণ্য সবচেয়ে বেশি পরিমাণে উৎপাদন করে বিশ্বের চাহিদার সিংহভাগ পূরণ করে চলেছে চীন।
সুপ্রিয় শ্রোতা আজকের মেড ইন চায়না ছিল এ পর্যন্তই। আগামী সপ্তাহে একই সময়ে আসবো চীনের সাড়া জাগানো আরেকটি আবিষ্কারের গল্প নিয়ে। ভালো থাকুন সুস্থ থাকুন।
গ্রন্থনা ও উপস্থাপনা: ফয়সল আবদুল্লাহ
অডিও সম্পাদনা: নাজমুল হক রাইয়ান
কণ্ঠ: ফয়সল/ঐশী/সৌরভ
সার্বিক তত্ত্বাবধান: ইউ কুয়াং ইউয়ে আনন্দী