মেড ইন চায়না: পর্ব-১৪: ঘুড়ি
তবে উৎসব ও বাণিজ্যের চেয়েও বড় বিষয় হলো ওয়েইফাংয়ের ঘুড়িগুলো ধরে রেখেছে চীনের হাজার বছরের ঐতিহ্য। বাঁশ ও চীনা পেইন্টিং সমৃদ্ধ ঘুড়িগুলো স্থান পেয়েছে চীনের সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায়।
ঘুড়ি ওড়ানো যেমন মজার, তেমনি নিজে নিজে ঘুড়ি তৈরি করাটাও একটা বড় শিল্প বটে। সিল্কের চারকোণা বা ডায়মন্ড আকৃতির কাপড়ের সঙ্গে তীর ধনুকের আদলে মাপমতো দুটো বাঁশের কঞ্চি ভারসাম্য বজায় রেখে বেঁধে দিলেই হয়ে যায় ঘুড়ি। আর ওড়ানোর জন্য এখন নানা ধরনের সিনথেটিক নাইলনের দড়িও পাওয়া যায়।
সুপ্রিয় শ্রোতা আজকের মেড ইন চায়না এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবার আসবো চীনের সাড়া জাগানো আরেকটি আবিষ্কার নিয়ে। ভালো থাকুন সুস্থ থাকুন।
গ্রন্থনা ও উপস্থাপনা: ফয়সল আবদুল্লাহ
অডিও সম্পাদনা: নাজমুল হক রাইয়ান
সার্বিক তত্ত্বাবধান: ইউ কুয়াং ইউয়ে আনন্দী