মেড ইন চায়না পর্ব-৪ ছাতা
•প্রাচীন চীনের অভিজাত কিংবা রাজবংশের লোকেরা হলুদ ও লাল রঙের ছাতা ব্যবহার করতেন আর সাধারণ জনগণ ব্যবহার করতেন নীল রঙের ছাতা।
ছাতা আবিষ্কার করেই কিন্তু বসে থাকেনি চীনারা। ছাতার ভেতর সর্বাধুনিক সোলার প্রযুক্তির ব্যবহারটাও কিন্তু চীনের হাত দিয়ে শুরু হয়। বেইজিংয়ের প্রতিষ্ঠান হ্যানার্জি গ্রুপ তৈরি করে পাতলা সোলার ফিলম্। আর সেই ফিল্ম বসিয়ে তারা তৈরি করেছে বিশেষ সোলার ছাতা।
এতে যে বিদ্যুৎ জমা হবে তা থেকে ফোন বা অন্যান্য ডিভাইস চার্জ দেওয়া যাবে। আর এ কাজের জন্য ছাতাটির মাঝ বরাবর রাখা হয়েছে চারটি ইউএসবি পোর্ট। হ্যানার্জি কোম্পানির দেখাদেখি চীনের আরও কিছু প্রতিষ্ঠানও এখন তৈরি করছে বহনযোগ্য সোলার ছাতা। চলতে চলতেই যে ছাতা চার্জ দেবে আপনার সেলফোন বা অন্য কোনো ডিভাইসকে।
সুপ্রিয় শ্রোতা আজকের মেড ইন চায়না ছিল এ পর্যন্তই। আগামী পর্বে আবার আসবো চীনের সাড়া জাগানো আরেকটি আবিষ্কারের গল্প নিয়ে। ভালো থাকুন সুস্থ থাকুন।
গ্রন্থনা ও উপস্থাপনা: ফয়সল আবদুল্লাহ
অডিও সম্পাদনা: হোসনে মোবারক সৌরভ
সার্বিক তত্ত্বাবধান: ইউ কুয়াং ইউয়ে আনন্দী