চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৫৫
‘প্রেসিডেন্ট যখন আমাদের দোকানে আসেন, তখন সেখানে অনেক ক্রেতা ছিলেন। তিনি সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সবাই খুব খুশি হয়। আমরা আশা করিনি সাধারণ সম্পাদক আমাদের দোকানে আসবেন। আমরা সত্যিই খুব উচ্ছ্বসিত।’
থিয়ানচিনের বৈশিষ্ট্যময় উডব্লক পেইন্টিং চীনে নববর্ষের সাজসজ্জার অন্যতম উপকরণ। চীনের প্রাচীন মিং ও ছিং ডাইনেস্টির সময়কালে এর বিকাশ ঘটে।
প্রেসিডেন্ট সি বিখ্যাত ইয়াংলিউছিং নিউ ইয়ার পেইন্টিং দোকান পরিদর্শন করেন এবং বিশেষ এ শিল্পরীতির বষিয়ে আগ্রহ দেখান। প্রেসিডেন্ট সির পরিদর্শন সাংস্কৃতিক উত্তরাধিকারী হিসেবে তাকে উৎসাহ যুগিয়েছে বলে জানানা সু লিইয়ান:
‘নববর্ষের পেইন্টিংগুলো দেখে প্রেসিডেন্ট খুব খুশি হন। তিনি এ সব অমূল্য সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণের ওপর জোর দিয়েছেন। আমি এ দক্ষতা উন্নয়নে আরও চেষ্টা করবো এবং এটি পরবর্তী প্রজন্মমের কাছে পৌঁছে দেব।’
প্রেসিডেন্ট সি থিয়ানচিনের ঐতিহ্যবাহী মাটির মূর্তি শিল্পের বিখ্যাত শপ ক্লে ফিগারাইন ছাং পরিদর্শন করেন। ২০০ বছরের পুরনো এ শিল্প মাধ্যমটি ২০০৬ সালে জাতীয় অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে।
প্রতিবেদন: মাহমুদ হাশিম।
----------------------------------------------------------------------
প্রযোজনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম
অডিও সম্পাদনা: হোসনে মোবারক সৌরভ
সার্বিক তত্ত্বাবধানে: ইউ কুয়াং ইউয়ে আনন্দী।