চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৫৫
নরওয়ের অসলো কনসার্ট হলেও চীনা বসন্ত উৎসব উদযাপনের আয়োজন করে সেখানকার চীনা দূতাবাস।
এছাড়া যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সার্বিয়া, ইথিওপিয়া, রাশিয়া,পাকিস্তান এবং কাজাখস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে রঙিন আয়োজনে উদযাপন করা হচ্ছে এই উৎসব।
প্রতিবছরেই বসন্ত উৎসবের মধ্য দিয়ে নতুন উদ্যম ও নতুন আশা নিয়ে নতুন বছরকে আলিঙ্গন করেন চীনারা।
প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী/সম্পাদনা: মাহমুদ হাশিম।
২. থিয়ানচিনের প্রাচীন সংস্কৃতি সড়কে প্রেসিডেন্ট সি
বসন্ত উৎসবের আগে, গত ১ ও ২ ফেব্রুয়ারি উত্তর চীনের থিয়ানচিন সফরের সময়, শহরের কেন্দ্রে অবস্থিত প্রাচীন সংস্কৃতি সড়ক পরিদর্শন করেন প্রেসিডেন্ট সি চিনপিং। এ সময় তিনি বলেন, চীনের আধুনিকায়নকে অবশ্যই সাংস্কৃতিক উত্তরাধিকার ও ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে।
প্রেসিডেন্ট সি সংস্কৃতিক সড়কে অবস্থিত স্থানীয় বৈশিষ্ট্যময়, বিখ্যাত দোকান-পাট ঘুরে দেখেন এবং স্থানীয় ঐতিহ্যবাহী কারুশিল্পের সঙ্গে পরিচিত হন।
কওরেন ছাং শপ পরিদর্শনের সময় প্রেসিডেন্ট সি তাদের পণ্যবৈচিত্র, ক্রেতা ও দামের বিষয়ে জিজ্ঞাসা করেন। ১৯০ বছরের পুরনো বাদামের দোকানটি তাদের চীন বাদাম, আখরোট, অ্যাপ্রিকট ও টকমিষ্টিঝাল পাইন বাদামের জন্য বিখ্যাত। প্রেসিডেন্ট সি দোকানে একটি ছোট শিশুকে খাবারের প্যাকেট উপহার দেন।
প্রেসিডেন্টকে খুব কাছে পেয়ে এবং তার সঙ্গে বসন্ত উৎসবের শুভেচ্ছা বিনিময় করতে পের আনন্দে উদ্বেলিত হন স্থানীয় বাসিন্দা ও কওরেন ছাংয়ের কর্মী মা সিয়াওমেং: