চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৪৪
উৎসবে অংশগ্রহণকারী শিল্পী চংমেই জানালেন হ্য চ্য জাতিগোষ্ঠীর সংগীত প্রিয়তার কথা:
"আমরা আমাদের হ্য চ্য জনগণের অনুভূতি প্রকাশ করার জন্য গান করি। আমরা গানে যা গাই ঠিক তেমনই, হ্য চ্য মানুষের জীবন মধুর চেয়েও মধুর। আমরা এখানে এসে খুব খুশি।"
উৎসবের এই সংস্করণে প্রায় ৪০০ জন অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের দক্ষতার উত্তরাধিকারীকে আমন্ত্রণ জানানো হয়। তারা চীনা ঐতিহ্যবাহী যন্ত্রের উপস্থাপনায় যোগ দেন।
আয়োজকরা জানান, এটি ঐতিহ্যবাহী সংগীতের অবৈষয়িক ঐতিহ্য প্রকল্পগুলো প্রদর্শন এবং প্রচারের পাশাপাশি বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে ঐতিহ্যবাহী সংগীতের আদান-প্রদান ও যোগাযোগ বৃদ্ধির একটি প্ল্যাটফর্ম হয়ে উঠেছে।
লোকসংগীত চীনা সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ, যা দীর্ঘ ঐতিহাসিক বিকাশে একটি অনন্য এবং রঙিন সংগীত শিল্পে পরিণত হয়েছে। চীনা লোকগীতিগুলোকে দেশীয়, উদ্ভূত এবং পুনঃউৎপাদনমূলক গানে ভাগ করা যেতে পারে, যার মধ্যে দেশীয় লোকগানগুলো চীনা জনগণের জীবন ও কর্ম থেকে তৈরি করা হয়েছে।
প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী/সম্পাদনা: মাহমুদ হাশিম।
৩. চিরায়ত চীনা সাহিত্য
ওয়াং পো: থাং যুগের স্বভাব কবি
চীনের থাংশিরেন বা থাং যুগের কবিদের মধ্যে অন্যতম সেরা কবি ছিলেন ওয়াং পো। মাত্র ২৬ বছর বয়সে মৃত্যু হয়েছিল কবি ওয়াং পোর। কিন্তু তার লেখা এখনও চীনের চিরায়ত সাহিত্যের অমূল্য সম্পদ।
চীনের থাং রাজবংশের বিখ্যাত কবি ওয়াং বোর বা ওয়াং পোর জন্ম ৬৫০ খ্রিস্টাব্দে এক অভিজাত পরিবারে। তার জন্মসাল নিয়ে অবশ্য পণ্ডিতদের মধ্যে দ্বিমত রয়েছে।
ওয়াংপো, ইয়াং চিয়ং, লু চাওলিন এবং লুও বিনওয়াং এই চারজন লেখকের নাম সব সময় একসঙ্গে উচ্চারিত হয়।