চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৪৪
সাংহাই আন্তর্জাতিক আর্ট ফেস্টিভ্যাল
মাসব্যাপী পারফরম্যান্সের পর শেষ হয়েছে ২২তম সাংহাই আন্তর্জাতিক আর্ট ফেস্টিভ্যাল। উৎসব জুড়ে ছিল প্রায় ১ হাজার ইভেন্ট। বিশ্ব মানের পারফর্মাররা এতে অংশ গ্রহণ করেন।
আর্ট স্কাই, উৎসবের একটি প্রধান অংশ। শিল্পের মাধ্যমে মানুষের জীবনমান উন্নত করার উপায় হিসেবে উৎসবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান অন্তর্ভুক্ত ছিল।
স্প্যানিশ অপেরা তারকা প্লাসিডো ডোমিঙ্গো, রোমানিয়ান সোপ্রানো অ্যাঞ্জেলা গেওরঝিউ এবং রাশিয়ান পিয়ানোবাদক ডেনিস মাতসুয়েভসহ বিখ্যাত শিল্পীরা উৎসবটি উপভোগ করেন। এতে মেরিনস্কি থিয়েটার এবং আমেরিকান ব্যালে থিয়েটারের মতো জনপ্রিয় সংস্থাগুলো চীনা দর্শকদের জন্য বিভিন্ন ধরণের সাংস্কৃতিক অভিজ্ঞতা প্রদান করে দর্শকদের বিমোহিত করে।
সপ্তম সিল্ক রোড এক্সপোজিশন
উত্তর-পশ্চিম চীনের সি’আন শহরে অনুষ্ঠিত সপ্তম সিল্ক রোড ইন্টারন্যাশনাল এক্সপোজিশনে, মধ্য এশিয়ার পাঁচটি দেশ থেকে তাদের জাতীয় বৈশিষ্ট্য, সংস্কৃতি এবং বিশেষ পণ্যগুলোকে তুলে ধরা হয়। আর এর জন্য একটি একচেটিয়া প্রদর্শনী অঞ্চলও স্থাপন করা হয়।
একচেটিয়া প্রদর্শনী অঞ্চলে প্রদর্শিত বিষয়গুলোর মধ্য রয়েছে এশিয় দেশগুলোর খাদ্য, হস্তশিল্প, গয়না এবং অন্যান্য পণ্য। এই ধরনের বিশেষ পণ্যের বিক্রয় শুধুমাত্র দর্শনার্থীদের ক্রয় চাহিদাই মেটায় না, বরং চীন এবং মধ্য এশিয়ার পাঁচটি দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতার আরও সুযোগ প্রদান করে।
২. চিয়াংসিতে লোকগানের উৎসব
পূর্ব চীনের চিয়াংসি সম্প্রতি প্রদেশের উইউয়ান কাউন্টিতে অনুষ্ঠিত হয়েছে স্থানীয় লোকজ গানের উৎসব ২০২৩। এতে মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে চীনের সমৃদ্ধ ঐতিহ্যবাহী সংস্কৃতি প্রদর্শন করা হয়।
ইভেন্টটি চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের পাশাপাশি চিয়াংসি প্রদেশের স্থানীয় সরকারের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর দেশীয় লোকসংগীত পরিবেশিত হয়। লোকগানের প্রতি মানুষকে আকৃষ্ট করতে অভিনব উপায়ে আঞ্চলিক গানগুলো পরিবেশন করা হয়।