বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৩৯

CMGPublished: 2023-10-21 18:34:36
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বর্তমানে বিআরআই সংশ্লিষ্ট ৩৮টি দেশের ৬১টি সংগীত স্কুল এ জোটের সদস্য। বছরব্যাপী সিরিজ কনসার্ট, ওয়ার্কশপ, ফোরাম ও প্রদর্শনীর আয়োজন করে থাকে জোটটি।

২. নবম সিল্ক রোড আন্তর্জাতিক আর্ট ফেস্টিভ্যাল

নবম সিল্ক রোড আন্তর্জাতিক আর্ট ফেস্টিভ্যাল ১৫ অক্টোবর উত্তর-পশ্চিম চীনের শায়ানসি প্রদেশের সি’আন শহরে শুরু হয়েছে।

‘সিল্ক রোডের একটি নতুন অধ্যায়, একটি উজ্জ্বল ভবিষ্যতের আরও ভাল দিন’, থিমে আয়োজিত এ উৎসবে ৯০টিরও বেশি দেশ এবং অঞ্চলের শিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে।

চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় এবং শায়ানসি প্রাদেশিক সরকার যৌথভাবে এর আয়োজন করেছে। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত চলবে এ উৎসব।

২০১৪ সালে শুরু হওয়া সিল্ক রোড আন্তর্জাতিক আর্ট ফেস্টিভ্যাল বিআরআই সংশ্লিষ্ট দেশগুলোর সাংস্কৃতিক বিনিময়ে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠেছে।

৩. বিআরআই তথ্যচিত্রের বহুভাষিক সংস্করণ

গত ১০ বছরে ‘এক পথ, এক অঞ্চল উদ্যোগ-বিআরআই কাঠামোয় অর্জিত সাফল্য এবং এক্ষেত্রে চীনের অবদান তুলে ধরে ‘সমৃদ্ধির পথ’ শীর্ষক তথ্যচিত্রের বহুভাষিক সংস্করণ প্রকাশ করেছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচার প্রতিষ্ঠান চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)।

১৬ অক্টোবর বেইজিংয়ে তথ্যচিত্রটির বিশ্বব্যাপী প্রিমিয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সিএমজি প্রেসিডেন্ট শেন হাইসিয়ুং।

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn