বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৩৯

CMGPublished: 2023-10-21 18:34:36
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের সংস্কৃতি-সপ্তাহ:

১. বেইজিং-খুনমিংয়ে বিআরআই কনসার্ট

চীনের রাজধানী বেইজিং ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউননান প্রদেশের রাজধানী খুনমিংয়ে তৃতীয় সংগীত সম্মেলন ও কনসার্টের আয়োজন করে ‘এক অঞ্চল, এক পথ উদ্যোগ’-বিআরআই সংশ্লিষ্ট দেশগুলোর সংগীত মহলের জোট মিউজিক এডুকেশন অ্যালায়েন্স।

৬ দিনের এ আয়োজনের উদ্বোধন হয় বেইজিংয়ে, চীনের সেন্ট্রাল কনসারভেটরি অফ মিউজিকে গত ১৫ অক্টোবর। বিআরআই সংশ্লিষ্ট ৩০টি দেশের ১০০ জনের বেশি শিল্পী ও সংগীতজ্ঞ এতে যোগ দেন।

চীনের সেন্ট্রাল কনসারভেটরি অফ মিউজিকের প্রেসিডেন্ট ইউ ফেং ফোরামে তুলে ধরেন শিক্ষা ও সাংস্কৃতি সহযোগিতায় সংগীতের ভূমিকার কথা।

‘মানুষে মানুষে এবং সভ্যতার মধ্যে শিক্ষা ও আদানপ্রদানে সংগীত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিআরআই সংশ্লিষ্ট দেশগুলোর শিল্পীরা এখানে সংগীতের মাধ্যমে নিজ নিজ দেশের সংস্কৃতিকেই তুলে ধরছেন’।

থাইল্যান্ডের মাহিদল বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মিউজিকের সহকারি ডিন ক্রিস্টোফার চাউব উচ্ছ্বসিত প্রশংসা করেন আয়োজনের।

‘এটি একটি চমৎকার সম্মিলন। আমি বিআরআইভুক্ত দেশগুলোর অনেক সংগীত স্কুলের অসাধারণ পরিবেশনা দেখেছি। আমি ভবিষ্যতে চীনের সঙ্গে এ সব সংগীত স্কুলের ব্যাপক সহযোগিতার সম্ভাবনা দেখছি’।

‘এক অঞ্চল এক পথ উদ্যোগ’-বিআরআইয়ের সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোকে নিয়ে চীনের নেতৃস্থানীয় সংগীত স্কুল সেন্ট্রাল কনসারভেটরি অফ মিউজিকে ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয় মিউজিক এডুকেশন অ্যালায়েন্স।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn