বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৩২

CMGPublished: 2023-09-02 17:01:34
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির সদস্যরা জানান, চীন ফেডারেশন অব লিটারারি অ্যান্ড আর্ট সার্কেল এবং সিচুয়ান প্রাদেশিক সরকার যৌথ উদ্যোগে পুরস্কারটি দিবে। এরই মধ্যে জুরি প্যানেলে বিশ্বের সেরা পেশাদারদের অন্তর্ভুক্ত করা হয়েছে। চীনের প্রখ্যাত পরিচালক ছাং ইমৌ জুরির সভাপতি হবেন বলেও জানানো হয়।

এ সময় তারা বলেন, এ বছর ১০৪টি দেশ ও অঞ্চল থেকে মোট ৯০টি কাজ মনোনীত হয়েছে, যার মধ্যে ৫০টির বেশি বিদেশ থেকে এসেছে।

সম্মেলন থেকে আরও জানা যায়, গোল্ডেন পান্ডা পুরষ্কারের প্রথম পুরস্কার প্রদান অনুষ্ঠানটি ১৯ থেকে ২০ সেপ্টেম্বর সিচুয়ানের প্রাদেশিক রাজধানী ছেংতুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইভেন্টে অতিথিদের জন্য একটি স্বাগত সংবর্ধনা, একটি ফোরাম এবং একটি পুরস্কার প্রদান অনুষ্ঠান এই তিনটি প্রধান কার্যক্রমের ব্যবস্থা করা হয়।

২. সিএমজির মধ্য-শরৎ উৎসব গালা

চীনের ঐতিহ্যবাহী মধ্য-শরৎ উৎসব এবার উদযাপিত হবে ২৯ সেপ্টেম্বর। চীনা চান্দ্রবর্ষের অষ্টম মাসের ১৫তম দিনে হয়ে থাকে চীনাদের প্রিয় এ উৎসবটি। পরিবার পরিজনের সাথে শরতের পূর্ণ চাঁদের আলো উপভোগ, মুনকেক খাওয়া আর লণ্ঠন প্রজ্জ্বলনের মাধ্যমে চীনারা এ উৎসব পালন করে থাকেন।

এবার চায়না মিডিয়া গ্রুপ-সিএমজির মিড-অটাম গালা ধারন করা হচ্ছে চীনের ১৪ বছরের প্রাচীন শহর লিচুয়াংয়ে। দক্ষিণ-পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের ইপিন সিটির ছোট শহর লিচুয়াংয়ের ঐতিহাসিক ভবন, অপূর্ব প্রাচীন সড়ক সাজানো হয়েছে উৎসবের রঙে। আলোকসজ্জায় ঝলমল করছে রাতের লিচুয়াং!

লিচুয়াংয়ের মধ্য দিয়ে বয়ে গেছে ইয়াংজি নদী। এর তীরে অবস্থিত কোনো কোনো বাড়ির প্রাচীন মিং ও ছিং ডাইনেস্টির সময়কালে নির্মিত।

সিএমজি গালার রেকর্ডিংয়ে অংশ নিতে আসা শিল্পীরাও অভিভূত লিচুয়াংয়ের নৈসর্গিক সৌন্দর্যে।

গালা দর্শকদের চীনের প্রাচীন সময়ের কিছুটা আবহ দিতে স্থানীয় শিল্পীরা ঐতিহ্যবাহী চীনা পোশাক পরে গালায় অংশ নেবেন।

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn