চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৩২
চীনের সংস্কৃতি-সপ্তাহ
১৮তম ছাংছুন ফিল্ম ফেস্টিভ্যাল
‘নিউ এরা, নিউ ক্রেডাল, নিউ পাওয়ার, নিউ ব্রেকথ্রও’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮তম ছাংছুন ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। উত্তর পূর্ব চীনের চিলিন প্রদেশের ছাংছুন সিটিতে ২৮ আগস্ট শুরু হওয়া উৎসবটির পর্দা নামে ২ সেপ্টেম্বর।
উৎসবে সেরা চলচ্চিত্র, পরিচালক, অভিনেতা ও অভিনেত্রী এবং সেরা চিত্রনাট্য সহ দশটি বিভাগে পুরস্কার প্রদান করা হয়। সেরা চলচ্চিত্রের সম্মাননা গোল্ডেন ডিয়ারের জন্য ১৫টি চলচ্চিত্র চূড়ান্ত প্রতিযোগিতায় নির্বাচিত হয়।
ফিল্ম স্ক্রিনিং অংশে "দ্য ক্রেনস আর ফ্লাইং"সহ আটটি ক্ল্যাসিক রাশিয়ান চলচ্চিত্র প্রদর্শিত হয়।
১৮তম ছাংছুন চলচ্চিত্র উৎসব চায়না মিডিয়া গ্রুপ সিএমজি, চিলিন প্রাদেশিক সরকার এবং ছাংছুন পৌর সরকারের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়।
১৯৯২সাল থেকে, সিসিএফএফ চীনের চারটি প্রধান চলচ্চিত্র উৎসবের একটি। এটি একটি দ্বিবার্ষিক ইভেন্ট থেকে ২০২১ সালে একটি বার্ষিক অনুষ্ঠানে পরিবর্তিত হয়েছে।
গোল্ডেন পান্ডা অ্যাওয়ার্ড
টেলিভিশন, চলচ্চিত্র, অ্যানিমেশন এবং ডকুমেন্টারিতে উল্লেখযোগ্য অবদানের জন্য সেরা গল্পকারদের সম্মান জানাতে গোল্ডেন পান্ডা পুরস্কার চালু করা হয়েছে। সম্প্রতি বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।