চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-২৯
মেলা চলাকালীন ফোরাম, ম্যাচমেকিং মিটিং এবং প্রকল্প স্বাক্ষর অনুষ্ঠানসহ প্রায় ৫০টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এ ছাড়াও এতে একটি তাইওয়ান শপিং ফেস্টিভ্যাল, তাইওয়ান যুবকদের নতুন ডিজাইনের প্রদর্শনীর আয়োজন কর হয়।
২.চীনের চলচ্চিত্র শিল্পের বাজার রমরমা
একসময় চীনের দর্শকরা হলিউড কিংবা বিদেশি সিনেমা বেশি দেখতেন। কিন্তু এখন সময় বদলেছে। দেশে নির্মিত সিনেমার প্রতি আগ্রহী হয়ে উঠেছেন তারা।
ফলে চীনের চলচ্চিত্রাঙ্গনে বইছে সুবাতাস। দারুণ ব্যবসা করছে চীনের চলচ্চিত্রগুলো।
জানুয়ারি-জুন সময়ের মধ্যে চীনের দেশীয় চলচ্চিত্রের বক্স অফিস আয় ১৯.৯৪৪ বিলিয়ন ইউয়ানে (প্রায় ২.৭৮ বিলিয়ন মার্কিন ডলার) পৌঁছেছে।
চলচ্চিত্র শিল্পে পুনরুদ্ধার ঘটায় শীর্ষস্থানীয় চীনা চলচ্চিত্র নির্মাতা এইচজি এন্টারটেইনমেন্টের আয় বছরে ৪০.৬৯ শতাংশ বেড়ে ১.১৭২ বিলিয়ন ইউয়ানে (প্রায় ১৬৩.৪৫ মিলিয়ন ইউএস ডলার) পৌঁছেছে।
এইচজি এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান সু তিয়ানফু মনে করেন, চীন উচ্চমানের চলচ্চিত্র নির্মাণে সক্ষম এবং বিদেশি চলচ্চিত্রের সঙ্গে মানের ব্যবধান কমে আসাতেই চীনা চলচ্চিত্র শিল্পে সমৃদ্ধি এনেছে।
তিনি বলেন, ‘চীনা চলচ্চিত্র এবং বিদেশী চলচ্চিত্রের মধ্যে মানের ব্যবধান ক্রমান্বয়ে কমে আসা চলতি বছরের প্রথমার্ধে চীনা চলচ্চিত্রের বাজারের সমৃদ্ধির একটি প্রধান কারণ। চীন উচ্চ মানের চলচ্চিত্র তৈরি করতে সক্ষম’।