বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-২৯

CMGPublished: 2023-08-12 15:04:41
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-২৯

চীনের সংস্কৃতি-সপ্তাহ

সিয়ামেনে ক্রস-স্ট্রেট সাংস্কৃতিক মেলা

চীনের মূল ভূখণ্ড এবং তাইওয়ানের মধ্যে সাংস্কৃতিক বাণিজ্য ও বিনিময় বৃদ্ধির লক্ষ্যে সিয়ামেনে হয়ে গেল ১৪তম ক্রস-স্ট্রেট সাংস্কৃতিক শিল্প মেলা। পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের বন্দর শহর সিয়ামেনে ৫ থেকে ৯ আগস্ট চার দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়।

সংস্কৃতি, উদ্ভাবন এবং তারুণ্য থিমযুক্ত এই ইভেন্টে ১১টি দেশ ও অঞ্চলের ডিজিটাল সাংস্কৃতিক পর্যটন, স্মার্ট এবং সৃজনশীল জীবন, প্রাচ্যের ফ্যাশন, কমিকস এবং অ্যানিমেশনের পাশাপাশি সাংস্কৃতিক ও সৃজনশীল পণ্যগুলো পাঁচটি প্যাভিলিয়নে প্রদর্শন করা হয়।

এখানে প্রথমবারের মতো স্থাপন করা হয় ৫ হাজার বর্গমিটার বিস্তৃত একটি ডিজিটাল সাংস্কৃতিক পর্যটন প্রদর্শনী এলাকা, যা বড় ডেটা, ৫জি এবং ক্লাউড কম্পিউটিংকে একত্রিত করে।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn