বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-২৬

CMGPublished: 2023-07-22 20:37:45
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এডিনবরায় চীনা কমিউনিটির ২৮০ জনসহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে আসা ৮০০ শিল্পী যোগ দেন বর্ণিল এ কার্নিভালে।

বহুভাষা, বহুসংস্কৃতির এ কার্নিভালে দর্শকদের মুগ্ধ করে চীনা শিল্পীদের পরিবেশনা। ঐতিহ্যবাহী চীনা পোশাকের বর্ণবিভা, রাজসিক লায়ন ও ড্রাগন ড্যান্স বর্ণিল করে তোলে এডিনবরা কার্নিভালকে।

২. ২০তম সামার ক্যাম্প: তাইওয়ান প্রণালীর দুই পারের হাজার তরুণ-তরুণীর সম্মিলন

কোভিড মহামারি অবসানের পর ফের তাইওয়ানের তরুণদের জন্য মূল ভূখন্ডে শুরু হয়েছে আকর্ষণীয় সামার ক্যাম্প।

২০তম সামার ক্যাম্পে যোগ দেন তাইওয়ান প্রণালীর দুইপারের হাজারের বেশি তরুণ-তরুণী। নানা অনুষ্ঠানের তারা আনন্দ করেন, বন্ধুত্ব গড়ে তোলেন এবং পরস্পরের বিষয়ে জানাশোনা গভীর করেন।

৪ জুলাই সামার ক্যাম্পের শুরুতে বেইজিং স্পোর্টস ইউনিভার্সিটিতে জড়ো হন তাইওয়ানের ২০০ কলেজ শিক্ষার্থী। মূল-ভূখন্ডের প্রাত্যহিক জীবন, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে পেরে খুব খুশি তারা।

তাইওয়ানের চায়নিজ ইয়ুথ ডেভেলপমেন্ট ইউনিয়নের চেং তিং ই জানালেন তার গভীর উচ্ছ্বাসের কথা।

‘আমরা এখানে আসতে পেরে খুবই খুশি। আরও বেশি খুশি এ জন্য যে, মূলভূখণ্ড ও তাইওয়ানের শিক্ষার্থীরা আমরা এখানে এক হতে পেরেছি’।

তাইওয়ানের ছেংছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উ ইউ’র আগ্রহ বইয়ে পড়া মূলভূখণ্ডের গুরুত্বপূর্ণ স্থানগুলোর প্রতি।

‘আমি এখানে একটা টিম স্পিরিট অনুভব করছি। আমি পাঠ্যবইয়ে পড়া মূল ভূখন্ডের গুরুত্পূর্ণ স্থানগুলো দেখার জন্য উদগ্রীব হয়ে আছি’।

স্যামার ক্যাম্পের প্রথম দিনেই তাইওয়ানের যুবরা অলিম্পিক চ্যাম্পিয়নদের সঙ্গে সময় কাটান। তারা মিনজু বিশ্ববিদ্যালয়ের আর্ট গ্যালারিতে ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে পরিচিত হন এবং লাইভ পারফরমেন্স উপভোগ করেন।

অল চায়না ফেডারেশন অফ তাইওয়ান কমপ্যাট্রিয়টসের আয়োজনে সান্ধ্য পার্টির মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন হয় সামার ক্যাম্পের।

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn