বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-২৫

CMGPublished: 2023-07-15 15:21:38
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সদ্যসমাপ্ত থিয়েটার উৎসবে মঞ্চে ও উন্মুক্ত স্থানে নাট্য প্রদর্শনী হয়েছে। অনেক রকম পরীক্ষামূলক ও নতুন শিল্পধারার প্রদর্শনী দর্শকদের মুগ্ধ করেছে।

হোহটে ২০তম গ্রাসল্যান্ড সাংস্কৃতিক উৎসব

উত্তর চীন শহরের হোহট সিটিতে ২০ তম গ্রাসল্যান্ড সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। আর এই উৎসবে গেল সপ্তাহে উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের ঐতিহ্যবাহী গান ও অন্যান্য গানের একটি জমকালো কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।

কনসার্টে ইনার মঙ্গোলিয়া ছাড়াও বাইরের ২০ জনেরও বেশি শিল্পী ক্ল্যাসিক গান পরিবেশন করেন।

গানের তাল আর ছন্দে মেতে উঠেন দর্শক শ্রোতারা। ৮ জুলাই শুরু হওয়া ৩০ দিনব্যাপী এই উৎসবে মোট ২৮টি উপস্থাপনা মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে।

শৈল্পিক পরিবেশনার মাধ্যমে চীনা সংস্কৃতির প্রচারের জন্য ২০০৪ সাল থেকে এই উৎসবটি অনুষ্ঠিত হয়ে আসছে।

হ্যনানে ফটোগ্রাফি উৎসব

মধ্য চীনের হ্যনান প্রদেশের সানমেনসিয়া শহরে আয়োজিত ১৪তম চীন ফটোগ্রাফি উত্সবে দেশটির সাম্প্রতিক কয়েক বছরের ফটোগ্রাফিক সৃষ্টির অর্জনগুলো প্রদর্শন করা হয়েছে।

র ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন জানায়, এ বছরের ফটোগ্রাফি উৎসবে পরিবেশ, বায়ুমণ্ডল এবং সংবেদনশীলতা তৈরি করতে ভিন্নরকম আয়োজন করা হয়। প্রজেকশন, স্ক্রিন, লাইট বক্স, হলোগ্রাফিক ডিভাইসের ব্যবহারকে প্রাধান্য দেয়া হয়। এর মাধ্যমে জীবন এবং শিল্পকে যারা ভালোবাসে তাদের অভিজ্ঞতা বৃদ্ধির সুযোগ হয়।

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn