বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-২৫

CMGPublished: 2023-07-15 15:21:38
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের সংস্কৃতি-সপ্তাহ

আরানইয়া থিয়েটার ফেস্টিভ্যাল

সমুদ্রতীরে বিশাল মঞ্চ। অভিনয় করছেন দেশি-বিদেশি অভিনেতারা। চলছে আরানইয়া থিয়েটার ফেস্টিভ্যাল।

উত্তর চীনের হ্যপেই প্রদেশে ছিনহুয়াংতাও সিটিতে সদ্য সমাপ্ত এই ফেস্টিভ্যালে ১২টি দেশের প্রায় ৪০টি পরিবেশনা দর্শককে মাতায়। সমুদ্রতীরে খোলা আকাশের নিচে চলে ব্যতিক্রমী পরিবেশনা।

মঞ্চে অভিনয় নৈপুণ্য প্রদর্শন করেন আন্তর্জাতিক পরিমণ্ডলের নামিদামি শিল্পীরা। সেইসঙ্গে খ্যতিমান চীনা শিল্পীরাও তাদের নাচে-গানে-অভিনয়ে মুগ্ধ করেন দর্শকদের। উদীয়মান তরুণ শিল্পীরাও অংশ নেন এতে। চীন ও চীনের বাইরে থেকেও আসেন দর্শকরা।

আরানইয়া হলো বেইজিং থেকে পূর্ব দিকে ৩০০ কিলোমিটার দূরে সমুদ্রের উপকূলে গড়ে ওঠা একটি শিল্প সম্প্রদায়। উত্তর চীনের হ্যপেই প্রদেশের ছিনহুয়াংতাও-এর দীর্ঘ উপকূলে ২০১৩ সালে এই শিল্প সম্প্রদায় গড়ে ওঠে।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn