বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-২৪

CMGPublished: 2023-07-08 15:52:42
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এক নজরে চীনের সংস্কৃতি-সপ্তাহ

পয়লা জুলাই চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি’র ১০২তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে বেইজিংয়ে সিপিসি জাদুঘরে একটি সিম্ফনি কনসার্ট অনুষ্ঠিত হয়।

কনসার্টে সিপিসি সদস্য, জাতীয় পদক এবং সম্মানসূচক খেতাব বিজয়ী, ছাত্র এবং বেইজিংবাসীসহ প্রায় ৮০০ জন অংশ নেন।

চারটি অংশ নিয়ে গঠিত, কনসার্টে ২৩টি বাদ্যযন্ত্রের বাজনা উপস্থাপন করা হয়েছে এবং চীনের জাতীয় সিম্ফনি অর্কেস্ট্রা, চায়না ন্যাশনাল অপেরা হাউস এবং চীনের ন্যাশনাল ব্যালের মতো একাধিক অর্কেস্ট্রা এবং থিয়েটার কোম্পানি এতে পরিবেশনা করে।

এদিকে, চায়না মিডিয়া গ্রুপ সিএমজির উদ্যোগে ‘তৃতীয় চীন-ইউরোপ মিউজিক ফেস্টিভাল’ অর্থাৎ চীন-স্পেন কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীর কনসার্ট’ আয়োজন করা হয়। স্পেনের বৃহত্তম রেডিও ও টেলিভিশন সংস্থা-স্পেনের জাতীয় টেলিভিশনের চ্যানেল দুই-এ তা প্রচারিত হয়েছে। স্পেনের বেশ কিছু প্রধান গণমাধ্যম এ খবর প্রচার করেছে।

চায়না মিডিয়া গ্রুপ টানা তৃতীয় বছরের মত চীন-ইউরোপ মিউজিক ফেস্টিভাল আয়োজন করে। কনসার্টে স্পেন ও চীনের শিল্পীরা দু’দেশের ক্ল্যাসিকাল মিউজিক পরিবেশন করেন।

দুই. জাতিসংঘে সিএমজির সাংস্কৃতিক প্রদর্শনী

চায়না মিডিয়া গ্রুপ-সিএমজি এবং জাতিসংঘের যৌথ আয়োজনে বিশ্বসংস্থার নিউইয়র্ক সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে ‘জার্নি থ্রু সিভিলাইজেশান’ নামে একটি নতুন সাংস্কৃতিক প্রদর্শনী। এতে চীনের ৫ হাজার বছরের সভ্যতার সাংস্কৃতিক নিদর্শন প্রদর্শিত হয়। প্রদর্শনীটি ব্যাপক সাড়া ফেলে দর্শনার্থীদের মাঝে।

২৯ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় চীনা সভ্যতার ৫ হাজার বছরের নির্বাচিত কিছু সাংস্কৃতিক নিদর্শনের ইন্টারেক্টিভ প্রদর্শনীটি। বিশ্বের অন্যান্য দেশের মানুষের কাছে চীনের অমূল্য সাংস্কৃতিক উত্তরাধিকার তুলে ধরাই এ প্রদর্শনীর লক্ষ্য।

জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন বিভিন্ন দেশের কূটনীতিক, বিশিষ্টজন এবং আগ্রহী দর্শনার্থীদের নিয়ে প্রদর্শনী উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে চাং চুন বলেন:

‘সাংস্কৃতিক আদান-প্রদানের মাধ্যমে, চীনা সভ্যতা ক্রমাগত নতুন প্রাণশক্তি অর্জন করছে এবং একই সঙ্গে বিশ্ব সভ্যতার অগ্রগতি ও সমৃদ্ধিতে অবদান রাখছে’।

প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধনের সময়, সিএমজির প্রেসিডেন্ট শেন হাইশিওং ভিডিওতে যুক্ত হয়ে প্রদর্শনীর গুরুত্ব তুলে ধরেন।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn