বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-২২: বর্ণাঢ্য আয়োজনে চীনজুড়ে ড্রাগনবোট উৎসব

CMGPublished: 2023-06-24 18:59:54
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ড্রাগন বোট উৎসব বা তুয়ান উ চিয়ে উৎসব চীনের অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। প্রতি বছরের পঞ্চম চান্দ্র মাসের পাঁচ তারিখ অনুষ্ঠিত হয় এ উৎসব। বলা হয়, এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে চীনের দুই হাজার বছরের প্রাচীন ইতিহাস। শুধু চীনেই না, পৃথিবীর অনেক দেশেই বেশ ঘটা করে উদযাপিত হয় এ উৎসব। নৌকাবাইচ প্রতিযোগিতা ও বিশেষ খাবার চংজি গ্রহণের মাধ্যমে দিনটি উদযাপন করে চীনবাসী।

বিস্তৃত জলাশয়ের বুকচিরে প্রচণ্ড গতিতে ছুটে চলেছে ড্রাগন-প্রতিকৃতি খচিত নৌকা। ড্রামের তালে তালে বৈঠা চালাচ্ছে নৌকা বাইচে অংশ নেওয়া প্রতিযোগিরা।

সবার মধ্যে চাপা উত্তেজনা। নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে আসা দর্শকরাও উন্মুখ হয়ে আছেন কে হবে বিজয়ী হবে তা দেখতে।

মধ্য চীনের হুবেই প্রদেশের উসুয়ে শহরে এভাবেই ঐতিহ্যবাহী ড্রাগন বোট উৎসব উদযাপন করতে দেখা যায় ।

একজন দর্শনার্থী এভাবে প্রকাশ করলেন তার উচ্ছ্বাস।

‘আমরা খুবই আনন্দিত। আমাদের শিশুরাও বেশ খুশি’।

এদিকে পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের নিংপো শহরেও ড্রাগন বোট উৎসব উপলক্ষ্যে নৌকা বাইচের আয়োজন করা হয়।

এখানকার একজন দর্শনার্থীর মধ্যেও সঞ্চারিত প্রতিযোগিতার উত্তেজনা।

‘আমি এই প্রথম ড্রাগন বোট প্রতিযোগিতা দেখছি। আমি খুবই এক্সাইটেড’।

দক্ষিণ-পশ্চিম চীনের কুইচৌ প্রদেশের থংরেন শহরে নৌকাবাইচ দেখতে ভিড় জমান বিপুল দর্শনার্থী। তারা আনন্দ-উল্লাস ও চিৎকারের মাধ্যমে প্রতিযোগিদের মনোবল যোগান।

এখানকার একজন বাসিন্দা জানালেন শুধু প্রতিযোগিতা দেখতেই তিনি ফিরে এসেছেন নিজ এলাকায়।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn