বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-১৮: চীনের ঐতিহ্যবাহী চা-সংস্কৃতির সংরক্ষণ ও প্রসারে জোরালো উদ্যোগ

CMGPublished: 2023-05-27 17:31:19
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

প্রদর্শনীতে চ্যচিয়াং প্রদেশের অধিকারে থাকা চা-সংস্কৃতির ৫২টি মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন দর্শনার্থীদের আকৃষ্ট করে।

২. চীন-মধ্যএশিয়া সম্মেলনে জমকালো গালা পারফরম্যান্স

সম্প্রতি শেষ হওয়া চীন মধ্য এশিয়া শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং এবং মধ্য এশিয়ার শীর্ষ পাঁচ সফররত নেতার উপস্থিতিতে সিয়ান শহরে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য গালা পারফরম্যান্সের।

মধ্য এশিয়া ও চীনের জনগণের সংস্কৃতি ও শিল্পের বছর এবং চীন-মধ্য এশিয়া যুব শিল্প উৎসব গালা আয়োজনেই উদ্বোধন হয়। এই পুরো আয়োজনটি সিয়ানের থাং প্যারাডাইসে অনুষ্ঠিত হয়।

এই গালা আয়োজনে চীন ছাড়াও কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের শিল্পীদের সম্মিলিতি সাংস্কৃতিক পরিবেশনা ছিলো।

ছিন রাজবংশের সময় থেকেই ছিনছিয়াং অপেরার উৎপত্তি। ২ হাজার বছর ধরে এটি বিকশিত হয়ে আসছে। বাজানো হয় অংশগ্রহণকারী দেশগুলো ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র। বিভিন্ন রঙের ঐতিহ্যিক নানা পোশাকে মঞ্চস্থ হয় মনোমুগ্ধকর নাচ।

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn