চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-১৮: চীনের ঐতিহ্যবাহী চা-সংস্কৃতির সংরক্ষণ ও প্রসারে জোরালো উদ্যোগ
এর আগে থাং রাজবংশের সময়কার সাম্রাজ্যের বাগানের ধাচে নির্মিত থাং প্যারাডাইসে বর্ণিল চীনা ঐতিহ্যগত সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে স্বাগত জানানো হয় পাঁচ দেশের নেতাদের।
৩. বাংলাদেশে চায়নিজ কালচারাল সেন্টার প্রতিষ্ঠা জরুরি: মুহম্মদ নূরুল হুদা
গত ৪ মে রাজধানী ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয় ‘সিএমজির নতুন অগ্রযাত্রা: চীনা বই প্রকাশ’ শীর্ষক এক ব্যতিক্রমী গোলটেবিল বৈঠক। চীন বিষয়ক বইয়ের লেখক ও প্রকাশকদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত চীনের সাংস্কৃতি কাউন্সিলর ইউয়ে লি ওয়েন, বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ও বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নুরুল হুদা। বেইজিং থেকে অনলাইনে যুক্ত হন সিএমজি বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে আনন্দি।
অনুষ্ঠানে অন্য অতিথি ও আলোচকদের পাশাপাশি চীন বিষয়ক বই প্রকাশের সম্ভাবনার কথা তুলে ধরেন বাংলা একাডেমির মহাপরিচালক। এ জন্য প্রথমেই একটি জরিপ করার কথা বলেন তিনি।
সিএমজির দায়িত্বে এ জরিপটি পরিচালনা করা যেতে পারে উল্লেখ করে তিনি বলেন, এ থেকে বোঝা যাবে আমরা আর কোন কোন বই নিয়ে কাজ করবো।
দু’দেশের অনুবাদকদের প্রশিক্ষণের জন্য বাংলা একাডেমি একটি প্রকল্প নিয়েছে বলেও জানান নূরুল হুদা।
বাংলাদেশে একটি চায়নিজ কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করা গেলে এ কাজে সুবিধা হবে বলে অভিমত ব্যক্ত করেন বাংলা একাডেমি মহাপরিচালক।
------------------------------------------------------------------------------
প্রতিবেদন ও কণ্ঠ: রওজায়ে জাবিদা ঐশী, মাহমুদ হাশিম
অডিও সম্পাদনা: হোসনে মোবারক সৌরভ, রফিক বিপুল
প্রযোজনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম
সার্বিক তত্ত্বাবধানে: ইউ কুয়াং ইউয়ে আনন্দী।