চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-১৭: চীনে লোকসংস্কৃতির প্রসারে ইউননানে লোকসংগীত উৎসব
‘শিক্ষাপ্রতিষ্ঠানে আমাদের মূল্যবান লোকঐতিহ্যকে নিয়ে যাওয়াটা আমরা শুরু করতে চাই একেবারে প্রাথমিক বিদ্যালয় থেকে। সপ্তাহে দুটি আনন্দদায়ক পাঠ দেব আমরা যাতে ছাত্রছাত্রীরা লোকসংগীতকে ভালোবাসতে শেখে’।
বর্তমানে চীনের ২৪টি প্রদেশ, অঞ্চল ও মিউনিসিপ্যালিটি লোকসংগীত সংগ্রহ ও প্রাকাশের কাজ করছে।
২. চীন-কাজাখস্তান সাংস্কৃতিক বিনিময়
বেইজিংয়ের ক্লাসরুমে বাজছে কাজাখ সংগীত। কাজাখ ডোমব্রা বাজাচ্ছে চীনা শিক্ষার্থীরা।
চীন এবং কাজাখস্তানের সাংস্কৃতিক বিনিময়ের অংশ হিসেবে কাজ করছেন দু’দেশের সংগিতজ্ঞ এবং সংগীত শিক্ষার্থীরা। যা এই দু দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সাহায্য করছে।
বেইজিংয়ের চায়না ন্যাশনাল চিলড্রেন সেন্টারে দু’বছর আগে খোলা হয়েছে কাজাখ সংগীতের একটি বিশেষ প্রশিক্ষণ ক্লাস, যেখানে অংশ নিয়ে কাজাখ ডোমব্রা শিখছেন ৪ থেকে ১২ বছর বয়সী পর্যন্ত শিক্ষার্থীরা।
এই প্রোগ্রামের একজন প্রশিক্ষক লিউ হুই, দশ বছরেরও বেশি সময় ধরে ডোমব্রা শেখার অভিজ্ঞতা রয়েছে তার। বেইজিংয়ের চাইনিজ অর্কেস্ট্রা দলে একজন পারফর্মার হিসেবে কাজ করেন তিনি। তার এই প্রশিক্ষণ কার্যক্রমে শুধু বেইজিংয়ের শিক্ষার্থীরাই নয়, অন্য প্রদেশ থেকেও অনেকে এসেছেন কাজাখ ডোমব্রা শেখার জন্য।
লিউ তার বাদ্যযন্ত্র দক্ষতার প্রথম দিকে শিখেছিলেন পিপা বাজানো। মাত্র সাত বছর বয়স থেকেই বাজানো শুরু করেন ঐতিহ্যবাহী এই চীনা বাদ্যযন্ত্র। তার চমৎকার একাডেমিক পারফরম্যান্সের কারণে ১৩ বছর বয়সেই সুযোগ পান ডোমব্রা অধ্যয়নের জন্য ।