বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-১৭: চীনে লোকসংস্কৃতির প্রসারে ইউননানে লোকসংগীত উৎসব

CMGPublished: 2023-05-20 20:29:57
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের সাংস্কৃতিক উন্নয়নে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত চতুর্দশ পঞ্চবার্ষিক পরিকল্পনায় দেশের ঐতিহ্যবাহী লোকসাহিত্য ও লোকসংগীত সংগ্রহ, প্রচার, প্রকাশ ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়।

এ পরিকল্পনার অংশ হিসেবে চীনের লোকসাহত্যি ও শিল্প সমিতি সম্প্রতি দক্ষিণ পশ্চিম চীনের ইউননান প্রদেশের দালি শহরে আয়োজন করে বর্ণাঢ্য লোকসংগীত উৎসবের। এতে চীনের বিভিন্ন অঞ্চলের ২২টি জাতিগোষ্ঠীর ২৬০ জন পরম্পরা লোকশিল্পী অংশ নেন। প্রায় ১৩ শ’ বছরের প্রাচীন একটি জাতিগত উৎসবের স্মারক অনুষ্ঠানও ছিল আয়োজনটি।

ইউননানসহ চীনের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যিক লোকসংগীতকে তুলে ধরা এবং এর উন্নয়ন ও সংরক্ষণই ছিল চারদিনব্যাপী উৎসবের লক্ষ্য। উচ্চমানের আয়োজনটিতে কলেজের ছাত্রছাত্রীরা অংশ নেয় এবং তাদেরসহ অন্যান্য শিল্পীদের পরিবেশনা তরুণ প্রজন্মের মনোযোগ আকর্ষণ করে।

লোকসংগীতের প্রসারে একেবারে প্রাথমিক বিদ্যালয় থেকে কারিক্যুলামে এর অন্তর্ভুক্তির কথা বললেন খ্যাতিমান পরম্পরা লোকশিল্পী লু লিহুয়া।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn