বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-১২: জাতিসংঘ চীনা ভাষা দিবসের থিমসংয়ে মিউজিক ভিডিও প্রকাশিত

CMGPublished: 2023-04-18 17:35:19
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

পনের বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। তিনি বিখ্যাত কবি পাই চুইয়ের বন্ধু ছিলেন। সে সময় সুয়ে থাও নামে একজন বিখ্যাত নর্তকী ছিলেন যিনি ভালো কবিতা লিখতেন। তার সঙ্গেও চেনের ঘনিষ্ঠতা ছিল। তিনি এবং পাইচুই একটি সাহিত্য সংগঠনের সদস্য ছিলেন।

৮০৬ সালে ২৭ বছর বয়সে ইউয়ান চেন এক বিশেষ পরীক্ষায় বসেন। সম্রাট সিয়ানচোং এক বিশেষ রাজকীয় পরীক্ষার মাধ্যমে কয়েকজনকে বাছাই করেন। আঠারো জন পরীক্ষার্থীর মধ্যে ইউয়ান প্রথম স্থান পেয়ে সরকারের কনিষ্ঠ উপদেষ্টা নিযুক্ত হন। সম্রাট বিশেষভাবে তার পরামর্শ গ্রহণ করতেন। স্পষ্টবক্তা ইউয়ান সম্রাটকে সঠিক পরামর্শ দিয়ে বেশ প্রিয়ভাজন হন। তবে তার অনেক শত্রুও সৃষ্টি হয়।

সম্রাট তাকে বিশেষ দায়িত্ব দিয়ে রাজধানীর বাইরে সীমান্তবর্তী অঞ্চলে পাঠান। তার কর্মক্ষেত্র ছিল সুদূর চিয়াংলিং শহর। এখানে তিনি অনেক কবিতা লেখেন যা বেশ জনপ্রিয়তা পায়।

ইউয়ানের কর্মজীবন বিভিন্ন টানাপোড়েনের মধ্য দিয়ে চলে। কখনও তিনি ভালো পদ পান, কখনও আবার সহকর্মীদের ষড়যন্ত্রের শিকার হন। একসময় তিনি চেচিয়াংয়ের গভর্নরও হয়েছিলেন। তবে ইউয়ান চেনের কবিতা জিনপ্রিয়তা পেতে থাকে সব মহলে। রাজকীয় নৃত্য শিল্পীরা তার কবিতা মুখস্ত বলতেন। রাজ দরবারের অনেক মানুষের তার কবিতা মুখস্ত ছিল। সাধারণ মানুষের মুখে মুখে ফিরতো তার কবিতা।

ইউয়ান প্রেমের কবিতার পাশাপাশি রাজনৈতিক সমালোচনামূলক কবিতাও লিখেছেন প্রচুর। সেগুলো জনপ্রিয়তাও পেয়েছে।

ইউয়ান চেন নতুন ইউয়েফু কাব্য আন্দোলনের অন্যতম কবি ছিলেন। তার হান রাজবংশের সময়কার লোকজ কাব্য গাথার কিছুটা পরিবর্তন সাধন করে নতুনভাবে সেটি প্রচলন করেন। এই আন্দোলনে পাই চুই, চাং চি এবং ওয়াং চিয়ানের মতো কবিরা ছিলেন।

ইউয়ান চেন কনফুসিয়াস এবং তাও দর্শনের প্রতিও আকৃষ্ট হন।

৮৩১ খ্রিস্টাব্দে ইউয়ান চেনের মৃত্যু হয় ।

কবি ইউয়ান চেন চীনা চিরায়ত সাহিত্যে শুধু কবিতার জন্যই নয় বরং গদ্য রচনা এবং রাজনৈতিক লেখার জন্যও খ্যাতি পান । প্রিয়তমা স্ত্রীর মৃত্যুর পর তিনি শোকগাথা লেখেন।

শ্রোতাদের তার একটি কবিতা শোনাচ্ছি।

আমার প্রয়াত প্রিয়তমার কথা ভেবে

যখন তুমি সাগর পাড়ি দিয়েছ তখন কোন জলাশয়ই তোমার কাছে তেমন বড় নয়

পর্বত শীর্ষকে মুকুটের শোভা দেয়া ছাড়া অন্য কোন মেঘই সুন্দর নয়

আমি ফুলের পাশ দিয়ে গেলেও তা নিঃস্ব আমাকে আকর্ষণ করতে পারে না।

এর অর্ধেক কারণ তুমি আর বাকিটা তাওবাদের জন্য আমার অন্বেষণ।

চীনের চিরায়ত সাহিত্যে কবি ইউয়ান চেন অমরত্ব পেয়েছেন বিষন্ন, বিরহকাতর প্রেমের কবিতার জন্য।

----------------------------------------------------------------------

প্রতিবেদন ও কণ্ঠ: রওজায়ে জাবিদা ঐশী, শান্তা মারিয়া, মাহমুদ হাশিম

কবিতা অনুবাদ: শান্তা মারিয়া

অডিও সম্পাদনা: হোসনে মোবারক সৌরভ, রফিক বিপুল

প্রযোজনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম

সার্বিক তত্ত্বাবধানে: ইউ কুয়াং ইউয়ে আনন্দী।

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn