চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-১২: জাতিসংঘ চীনা ভাষা দিবসের থিমসংয়ে মিউজিক ভিডিও প্রকাশিত
২০২৩ সালের জাতিসংঘ চীনা ভাষা দিবস এবং তৃতীয় সিএমজি (চায়না মিডিয়া গ্রুপ) ওভারসিজ চাইনিজ ল্যাঙ্গুয়েজ ভিডিও ফেস্টিভ্যালের থিম গানের মিউজিক ভিডিও ফ্রান্সে প্রকাশিত হয়েছে।
সম্প্রতি প্যারিসে ইউনেস্কো সদর দফতরে ‘সিল্ক রোড সমৃদ্ধির যাত্রা’ শিরোনামের থিম সংটির এ মিউজিক ভিডিও প্রকাশ করা হয়।
গানটি খ্যাতিমান চীনা এবং বিদেশী শিল্পীরা পরিবেশন করেন। এতে ‘বেল্ট অ্যান্ড রোড’ বরাবর দেশগুলির প্রায় ১০টি ঐতিহ্যবাহী জাতীয় বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়।
মিউজিক ভিডিওটি সিএমজির একাধিক প্ল্যাটফর্ম, জেনেভায় জাতিসংঘের অফিসের ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং একাধিক ইউরোপীয় দেশের মিডিয়াতে সম্প্রচার করা হবে।
সাংহাই সিটিজেন আর্ট ফেস্টিভ্যাল
বর্ণাঢ্য পরিবেশনার মাধ্যমে হয়ে গেলো সাংহাই সিটিজেন আর্ট ফেস্টিভ্যাল। হাজারের বেশি বিশেষ সাংস্কৃতিক কর্মকাণ্ড সব বয়সী দর্শকদের সমৃদ্ধ করতে এবং শেখানোর জন্য অনুষ্ঠিত হয় এ ফেস্টিভ্যাল।
চীনা সংস্কৃতির নান্দনিক শিক্ষা এবং শহরের আকর্ষণকে কেন্দ্র করে, অনুষ্ঠানটির মূল আয়োজন ছিল একটি আর্ট সেন্টারে এবং শহরের ১৬টি জেলা জুড়ে থিমভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবারের উৎসব সামাজিক নান্দনিক শিক্ষা খাতে পেশাদারিত্বের ভূমিকাকে শক্তিশালী করেছে এবং গত এক দশকে আগের সেশনগুলোর অর্জনগুলোকে তুলে ধরেছে।