বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-১২: জাতিসংঘ চীনা ভাষা দিবসের থিমসংয়ে মিউজিক ভিডিও প্রকাশিত

CMGPublished: 2023-04-18 17:35:19
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

প্রথম উৎসবটি ২০১৩ সালে অনুষ্ঠিত হয়েছিল এবং গত ১০ বছরে ৪ লাখেরও বেশি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে, যাতে প্রায় ২০০ মিলিয়ন লোক জড়িত।

দর্শকদের আকৃষ্ট করার জন্য, ইনডোর কর্মসূচির মধ্যে ছিল কনসার্ট, স্টেজ শো এবং বইমেলা। আর আউটডোর ইভেন্টগুলোর মধ্যে থিয়েটার, জাদুঘর এবং সাংস্কৃতিক কেন্দ্র পরিচালিত সৃজনশীল কার্যক্রম ছিল।

চিয়াংসুতে বিশ্বের বৃহত্তম নৌকা উৎসব

১৬তম চায়না ওয়েটল্যান্ড ইকো-ট্যুরিজম ফেস্টিভ্যাল বা ছিংতং বোট ফেস্টিভ্যাল-২০২৩ সম্প্রতি পূর্ব চীনের তাইচৌ শহরে অনুষ্ঠিত হয়েছে।

এ আয়োজনে ৫০০টি সুসজ্জিত নৌকায় ১০ হাজার জন সদস্য অংশ নেন। আকর্ষণীয় বোট ফ্যাস্টিভ্যাল স্থানীয়দের পাশাপাশি দেশ-বিদেশের পর্যটকদে আকর্ষণ করেছে।

চিয়াংসুর নানতং শহরের একজন পর্যটক সু কেং খুবই উচ্ছ্বসিত ঐতিহ্যিক এ বোট ফেস্টিভ্যাল নিয়ে।

‘এখানকার লোক প্রথাগুলোকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া দেখে আমি সত্যিই আনন্দিত এবং আমি মনে করি এটি একটি খুব ভালো ঘটনা’।

ছিংতং বোট ফেস্টিভ্যাল ২০০৮ সালে একটি জাতীয় অবৈষয়কি সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে তালিকাভুক্ত হয়। ২০০৯ সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের বৃহত্তম নৌকা উৎসবের স্বীকৃতি পায় এটি।

মিং রাজবংশের সময় থেকে তাইচৌতে সমাধি-পরিষ্কার দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত একটি বার্ষিক ইভেন্ট ছিল, যার হাইলাইট হিসাবে নৌকাবাইচ হয়ে আসছে।

চিরায়ত চীনা সাহিত্য

ইউয়ান চেন: বিষন্ন, বিরহকাতরতার কবি

ইউয়ান চেন ছিলেন একজন কবি, উপন্যাস লেখক এবং রাজনীতিবিদ। থাং রাজবংশের মাঝামাঝি সময়ে তিনি তার রচনাকর্ম সৃষ্টি করেছেন।

ইউয়ান চেনের জন্ম ৭৭৯ খ্রিস্টাব্দে। তিনি ছিলেন অত্যন্ত উচ্চবংশীয় অভিজাত পরিবারের সন্তান। তিনি উত্তর ওয়েই রাজপরিবারের সদস্য ছিলেন। তার একজন পূর্বপুরুষ অনেক আগে ওয়েই রাজ্যের রাজা ছিলেন। চেনের জন্ম লুওইয়াংয়ে। তারা সেখানকার স্থানী অধিবাসী ছিলেন। কিন্তু সাত বছর বয়সে তার বাবার মৃত্যু হলে মায়ের সঙ্গে তিনি চলে আসেন ফংসিয়াং শহরে। এটি বর্তমানের শাআনসি প্রদেশে অবস্থিত। তিনি তার মা লেডি চেনের কাছে প্রাথমিক বিদ্যাশিক্ষা করেন। তার মাতৃবংশও ছিল অত্যন্ত অভিজাত। তবে আভিজাত্য সত্ত্বেও তাদের আর্থিক অবস্থা ভালো ছিল না।

আট বছর বয়সে তিনি লিখতে শেখেন। ১৪ বছর বয়সে তিনি রাজকীয় চাকরির পরীক্ষা পাশ করেন। ২৩ বছর বয়সে তিনি প্রাসাদের গ্রন্থাগারে কপিরাইটার হিসেবে কাজ করেন।

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn