বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৯: বেইজিংয়ে শতবর্ষ-স্মারক শিশু-চলচ্চিত্র উৎসব

CMGPublished: 2023-03-25 18:47:52
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

২. আধুনিক প্রযুক্তি সংরক্ষণ করছে প্রাচীন নির্দশন

চীনের কানসু প্রদেশে অবস্থিত প্রাচীন তুনহুয়াং গুহাগুলোর সাংস্কৃতিক ধ্বংসাবশেষ সংরক্ষণ করতে কাজে লাগানো হচ্ছে আধুনিক প্রযুক্তি। এখানে একটি ডিজিটাল সংগ্রহশালা গড়ে তোলা হয়েছে যা প্রাচীন ঐহিত্যের অধ্যয়ন ও গবেষণা সহজ করেছে। 'ডিজিটাল তুনহাং' নামের একটি ডিজিটাল প্লাটফর্ম তৈরি করা হয়েছে যার মাধ্যমে ঘুরে আসা যায় হাজার বছর আগের ইতিহাসে।

তুনহুয়াং গুহাগুলো 'থাউজেন্ড গ্রোটেস' নামেও পরিচিত। গেল বছরের ডিসেম্বরে চালু হওয়া 'ডিজিটাল তুনহুয়াং নামের এই প্ল্যাটফর্মটি সারা বিশ্বে এরই মধ্যে আলোড়ন তৈরি করেছে। এর ব্যবহারকারীরা ছয় হাজার বছরের পুরনো ইতিহাস ঐহিত্য সম্পর্কে জানতে পারছেন। বিশেষ করে বিখ্যাত বৌদ্ধ খোদাই এবং ঐহিত্যবাহী শিল্প নজর কেড়েছে সবার।

সম্প্রতি চীনের কানসু প্রদেশে অবস্থিত তুনহুয়াং একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবহারকারীরা ৬ হাজারেরও বেশি ফিচার ডাউনলোড করতে পারবেন।

তুনহুয়াং একাডেমির গবেষকরা প্ল্যাটফর্মটি চালু করতে চাইনিজ টেক জায়ান্ট টেনসেন্টের সঙ্গে চুক্তি করেছে। একাডেমির ডিন সু বোমিন এই উদ্যোগের বড় সফলতা প্রত্যাশা করে বলেন, 'টেনসেন্ট আমাদের ভালো সহযোগিতা করেছে। এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে যেখানে মোবাইল ফোনের মাধ্যমেও প্রবেশ করা যায় এবং সহজে কাজ করা যায়। এ প্রযুক্তি প্রাচীন ছবিগুলোকে যথাসম্ভব সংরক্ষণ করার চেষ্টা করছে।'

ডিজিটাল অ্যাক্সেস দেয়ার পাশাপাশি, তুনহুয়াং একাডেমি গুহাগুলোতে সরাসরি ভ্রমণ করার সুযোগ দিয়ে থাকে।

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn