চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৯: বেইজিংয়ে শতবর্ষ-স্মারক শিশু-চলচ্চিত্র উৎসব
শিশুদের চলচ্চিত্র শিল্পের শতবর্ষী বিকাশের স্মরণে ১৫তম চীন আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছে। গেল রোববার বেইজিংয়ে অনুষ্ঠিত এ উৎসবে সেরা চলচ্চিত্রসহ সেরা শিশু অভিনেতার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় শিশুদের চলচ্চিত্র নির্মাণ শিল্পের ভবিষ্যৎ বিকাশের প্রত্যাশা প্রকাশ করেন লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড বিজয়ীরা। চীনা চলচ্চিত্র নির্মাতাদের চতুর্থ প্রজন্মের একজন শীর্ষস্থানীয় নারী পরিচালক ওয়াং হাও ওয়েই উৎসবের শিল্প পরামর্শক হিসেবে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, চলচ্চিত্রগুলো দেখার সময়, শিশুরা জীবন সম্পর্কে শিখতে পারে, সমাজকে পর্যবেক্ষণ করতে পারে এবং বিশ্বকে জানতে পারে। আমি বিশ্বাস করি , চীনা চলচ্চিত্রের কলাকুশলীরা শিশুদের চমৎকার চলচ্চিত্র নির্মাণের জন্য নিরবচ্ছিন্ন প্রচেষ্টা চালাবেন।
অনুষ্ঠানে চিলড্রেনস ফিল্ম স্টাডি সিরিজের মোড়ক উন্মোচন করা হয়। দ্বিবার্ষিক ইভেন্টটি ১৯৮৯ সাল থেকে চালু হয়ে আসছে। এ পর্যন্ত ৫০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে প্রায় ৫০০টি শিশু চলচ্চিত্র এ অনুষ্ঠানে অংশ নিয়েছে।