বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৪

CMGPublished: 2023-02-18 19:03:51
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের ঐতিহ্যবাহী সিএমজি লণ্ঠন ফেস্টিভ্যাল গালার রেকর্ড

চমৎকার নান্দনিক উপস্থাপনায় সিএমজি ল্যান্টার্ন ফেস্টিভ্যাল গালা মঞ্চস্থ হয়েছে। ৫ ফেব্রুয়ারি রাতে চায়না মিডিয়া গ্রুপ এ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে। ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উপাদান সমন্বিত বর্ণিল পরিবেশনা মুগ্ধ করে দেশ বিদেশের দর্শকদের। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার অনুষ্ঠানের মানকে আরো সমৃদ্ধ করেছে। এদিকে, সর্বোচ্চ সংখ্যক দর্শক দেখা অনুষ্ঠান হিসেবে সিএমজি লণ্ঠন ফেস্টিভ্যাল গালা রেকর্ড গড়েছে।

চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এ আয়োজনটিতে ভিডিও, লাইটিং, লিফটিং স্টেজ এবং লাইভ সাউন্ড রিইনফোর্সমেন্ট সম্পূর্ণরূপে সেন্ট্রালাইজড কন্ট্রোলের মাধ্যমে শৈল্পিক নন্দনতত্ত্বের মিশেলে ভিজ্যুয়াল এবং সাউন্ড ইফেক্টকে উল্লেখযোগ্যভাবে তুলে ধরা হয়েছে।

এবারের অনুষ্ঠানে চীনের ঐতিহ্যিক সাংস্কৃতিক উপস্থাপনার অন্যতম দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা বিভিন্ন ধরনের লণ্ঠন- যা চীনের লোক-কারুশিল্পের ঐতিহ্য বহন করে।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn