বাংলা

আপন আলোয়-৯৩

CMGPublished: 2022-11-05 20:12:23
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এ পর্বে অন্তরঙ্গ আলাপনে অতিথি কবি, সংগঠক ও সমাজকর্মী ডা. মল্লিকা বিশ্বাস

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য

থাং ডাইনেস্টিতে ফিরে যেতে সুযোগ লুফে নিচ্ছেন দর্শনার্থীরা

ছবি: থাং রাজবংশের সময়কার বিশেষ পোশাকে নাট্যকর্মীরা

চীনের রয়েছে বহু প্রাচীন বর্ণাঢ্য সাংস্কৃতিক ঐতিহ্য। আধুনিককালে এসেও হাজার হাজার বছরের পুরানো সেই ইতিহাস-ঐতিহ্যকে লালন করেন চীনারা। তাইতো সুযোগ পেলেই শিকড়ের সন্ধ্যানে বেরিয়ে পড়েন অনেকেই। নিজেদের ইতিহাস-ঐতিহ্য নিয়ে অনুসন্ধিৎসু এসব মানুষের জন্য নেওয়া হয়ে ব্যতিক্রমী এক উদ্যোগ।

নিজেদের বৈচিত্র্যপূর্ণ ও সমৃদ্ধ ঐতিহ্যকে পর্যটকদের সামনে তুলে ধরতে এই উদ্যোগ নিয়েছে চীনের হেনান প্রদেশের পর্যটন কর্তৃপক্ষ।

৬১৮ থেকে ৯০৭ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় তিনশ’ বছর চীন শাসন করা থাং রাজবংশের ইতিহাস ও ঐতিহ্যকে পর্যটকদের সামনে তুলে ধরতে করা হয়েছে এই আয়োজন। থাং ডাইনেস্টির সময়ে রাজ্য শাসন রীতি দেখার ও উপভোগ করার সুযোগ করে দিয়েছে কর্তৃপক্ষ।

চীনের ইতিহাসের অন্যতম সফল, শক্তিশালী ও সমৃদ্ধ রাজবংশের একটি থাং রাজবংশের রাজধানী লুও ইয়াং শহরের ন্যাশনাল হেরিটেজ পার্ককে এমনভাবে সাজানো হয়েছে যেখানে পর্যটকরা রাজা, সেনাপতি, মন্ত্রী, উজির কিংবা রাজ্যের বড় বড় কর্মকর্তাদের সঙ্গে বসে গুরুত্বপূর্ণ সব রাজকীয় কাজ-কর্মে অংশ নিতে পারবেন। একইসাথে রাজার সাথে বসে উপভোগ করতে পারবেন সাংস্কৃতিক অনুষ্ঠান।

ছবি: আনন্দচিত্তে বিশেষ এই আয়োজন উপভোগ করছেন দর্শনার্থীরা

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn