বাংলা

আপন আলোয়-৯১

CMGPublished: 2022-10-21 18:25:21
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

শেন ইয়ুয়ে প্রেমের কবিতার জন্য বিখ্যাত। তিনি প্রাচীনকালে প্রচলিত কবিতার সংগ্রাহকও ছিলেন। ফলে তার কাছ থেকে চীনের লোক সংগীত ও কবিতারও পরিচয় পাওয়া যায়। হান রাজবংশের সময়কার গীতিকবিতা ও বীরগাঁথা ধরনের কবিতাকে তিনি প্রথম ইয়ুয়েফু নামে বিশেষায়িত করেন।

শেন ইয়ুয়ে দরবারের প্রভাবশালী রাজনীতিক ছিলেন। সেজন্য অনেক সময় বিতর্কিতও হয়েছিলেন। তাকে একজন রাজপুত্র সিয়াও বাওরোংয়ের মৃত্যুর জন্য দায়ী মনে করা হতো। শেন ইয়ুয়ে সম্রাট উকে পরামর্শ দিয়েছিলেন অন্য রাজবংশের রাজপুত্র সিয়াও বাওরোংকে খুব বেশি বিশ্বাস করে বিপদ না ডাকার জন্য। এই কথার পর সম্রাট সিয়াওকে মৃত্যুদণ্ড দেন।

একবার অসুস্থ অবস্থায় শেন ইয়ুয়ে মৃত সিয়াওকে স্বপ্নে দেখেন। পরে তিনি পুরোহিতের মাধ্যমে সিয়াওর প্রেতাত্মার কাছে সংবাদ পাঠান যেন মৃত্যুর জন্য তাকে দোষী মনে না করা হয়।

শেন ইয়ুয়ে তার তীুব্র প্রেমের কবিতাগুলোর জন্য চিরায়ত চীনা সাহিত্যে অমরত্ব পেয়েছেন।

তার একটি বিখ্যাত কবিতা হলো ওয়াং সিইউয়ানের চাঁদ বিষয়ক কবিতার উত্তর

‘প্রস্ফুটিত চাঁদ দেখছে স্থির রাত্রিকে

আগ্রাসী ধূলিকে মুছে দিচ্ছে নিষ্কম্প রাত

চারকোণা স্তম্ভের পাশে বন্ধ দরজা

ফাটল দিয়ে আসা আলোতে তৈরি হচ্ছে গোলাকার ছায়া

সুউচ্চ টাওয়ারে বধূ আকুলভাবে প্রতীক্ষারত

লুকোনো প্রকোষ্ঠে এখনো হয়নি ভোর

সেই বিশুদ্ধ আলোকরশ্মি

আর কতদূরে তারা।’

শেন ইউয়ানের প্রেমের কবিতা চিরায়ত চীনা সাহিত্যে একেবারেই স্বতন্ত্র অবস্থানে রয়েছে তার কামনাময় প্রেমের উপস্থাপন ও মর্মান্তিক বিরহ চিত্রের জন্য।

অন্তরঙ্গ আলাপন

সংস্কৃতির আলো শিক্ষাতে ছড়িয়ে দিতে কাজ করে যাবো আমরা: শর্মিলা বন্দ্যোপাধ্যায়

ছবি: আপন আলোয় ৯১তম পর্বের অতিথি খ্যাতিমান নৃত্যশিল্পী, নৃত্যশিক্ষক ও কোরিওগ্রাফার শর্মিলা বন্দ্যোপাধ্যায়

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn