বাংলা

আপন আলোয়-৯১

CMGPublished: 2022-10-21 18:25:21
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এ পর্বে অন্তরঙ্গ আলাপনে অতিথি খ্যাতিমান নৃত্যশিল্পী, নৃত্যশিক্ষক ও কোরিওগ্রাফার শর্মিলা বন্দ্যোপাধ্যায়

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য

ফুচিয়ানে অনুষ্ঠিত হয়ে গেল কুলংইয়ু পিয়ানো আর্ট সপ্তাহ

সাধারণত গানের কনসার্টের আয়োজন সবজায়গায়েই বেশি হয়ে থাকে। কিন্তু পিয়ানোর মতো এমন আধুনিক বাদ্যযন্ত্রের আয়োজন সচরাচর দেখা যায় না।

পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশে গেল সপ্তাহেই অনুষ্ঠিত হয়েছে ১১ তম কুলংইয়ু পিয়ানো আর্ট সপ্তাহ। জাতীয় দিবসের ৭ দিনের ছুটির সঙ্গে মিলিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। যাতে এই লম্বা ছুটিটাকে বাণিজ্যিকভাবেও কাজে লাগানো যায়।

কিছু আধুনিক উচ্চাঙ্গ সঙ্গীতের মতো গানের লাইনও এতে যুক্ত করা হয়। উদ্বোধনী কনসার্টে পিয়ানোবাদক ঠেনর শি ইয়িচি, মেজ্জো-সোপ্রানো লিয়াং নিং এবং শাহ চোহান বিন শাহরিতচুয়ান এবং সিয়ামেন ফিলহারমনিক অর্কেস্ট্রা সহ বেশ কয়েকজন বিখ্যাত শিল্পী উপস্থিত ছিলেন।

পিয়ানো আর্ট সপ্তাহের অংশ হিসেবে, কুলংইয়ু দ্বীপ জুড়ে অস্থায়ীভাবে বসানো হয় ৩০টি পিয়ানো। এসব উন্মুক্ত বাদ্যযন্ত্র বাজাতে বাদকদের পাশাপাশি সঙ্গীতজ্ঞরাও অংশ গ্রহণ করেন। এমন পরিবেশনা দর্শকদের দেয় এক প্রশান্তিদায়ক অনুভূতি।

চিরায়ত চীনা সাহিত্য

প্রেমের কবি শেন ইয়ুয়ে

প্রাচীন চীনের একজন বিখ্যাত কবি, সংগীতজ্ঞ, ইতিহাসবিদ এবং রাজনীতিবিদ ছিলেন শেন ইয়ুয়ে। তার আরেকটি নাম সিউওয়েন। তিনি লিউ সং রাজবংশ, দক্ষিণ ছি রাজবংশ এবং লিয়াং রাজবংশের সম্রাটদের অধীনে দরবারে কাজ করেছেন। শেন ইয়ুয়ের জন্ম ৪৪১ এবং মৃত্যু ৫১৩ খ্রিস্টাব্দে।

লিয়াং রাজবংশের সময়কার বিখ্যাত বিদ্যান ছিলেন শেন ইয়ুয়ে। তিনি প্রথম গানের একটি সুর কাঠামো নির্ধারণ এবং সংগীতের শ্রেণীবিভাগ করেন। তিনি সংগীত বিশেষজ্ঞ হিসেবে বিশেষ খ্যাতিমান ছিলেন।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn