আপন আলোয়-৮৯
সিদ্ধ ডাল ছেঁকে তুলে বানানো হবে ঝোল
পাত্রের নিচে চুলায় জ্বলছে সীমের শুকনো লতা
পাত্রের ভিতরে সেই দুঃখে কাঁদছে সীমের দানা
আমরা তো ভাই, জন্মেছি একই উৎস থেকে
আমাকে পোড়াতে তাহলে এত তাড়া কেন তোর?
ছাও ফি মৃত্যুশয্যায় তাদের সবচেয়ে ছোট ভাই ছাও রুইকে সম্রাটের আসনে বসিয়ে যান। ছাও রুই কবি ছিলেন না। তবে ভাইদের দুজনের কবিতাই তিনি সংরক্ষণ করার ব্যবস্থা করেন। চিরায়ত চীনা সাহিত্যে ছাও ফি এবং ছাও চির কবিতা আজও ক্ল্যাসিক হিসেবে গণ্য।
অন্তরঙ্গ আলাপন
নাটকের উর্বরভূমি কুমিল্লায় এখন দর্শকের আকাল: শাহজাহান চৌধুরী
ছবি: নৃত্যনাট্য গোমতি পাড়ে আমার কুমিল্লায় সহশিল্পীর সঙ্গে শাহজাহান চৌধুরী
কুমিল্লার নাট্যাঙ্গনের বিশিষ্ট নাট্যজন শাহজাহান চৌধুরী।
একাধারে তিনি নাট্য নির্দেশক, সংগঠক, আলোকচিত্রি, লেখক ও সমাজকর্মী। প্রতিবিম্ব থিয়েটার, কুমিল্লার সভাপতি শাহজাহান চৌধুরী
সামাজিক-সাংস্কৃতি সংগঠন সংলাপেরও প্রতিষ্ঠাতা-পরিচালক ।
বাংলাদেশ বেতার ও টেলিভিশনে তালিকাভুক্ত নাট্যশিল্পী তিনি। দীর্ঘ প্রায় পাঁচ দশকের নাট্য-অভিযাত্রায় ২৬টি নাটকে নির্দেশনা দিয়েছেন। অভিনয় করেছেন প্রায় ৮০০ প্রদর্শনীতে। জেলা শিল্পকলা একাডেমিসহ কুমিল্লা সকল সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার সরব উপস্থিতি।
তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে- গবেষণা গ্রন্থ কুমিল্লার নাট্যাঙ্গন ও আমি, ৪০ মুক্তিযোদ্ধার জবানবন্দি, অস্তিত্ব, সৃহৃদ স্বজন স্মৃতি; হৃদয়ে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ ও একজন ধীরেন্দ্রনাথ এবং নজরুল স্মৃতি অ্যালবাম।
ছবি: কাজী নজরুল ইসলামের শিউলীমালায় সহশিল্পীদের সঙ্গে শাহজাহান চৌধুরী
নাটক তথা সংস্কৃতিতে ভূমিকার স্বীকৃতি হিসেবে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা, পশ্চিমবঙ্গের বাংলার লোকনাট্য প্রয়াস সম্মাননাসহ দেশবিদেশে বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন শাহজাহান চৌধুরী।