বাংলা

আপন আলোয়-৮৯

CMGPublished: 2022-10-07 16:21:59
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আপন আলোয়-৮৯

এ পর্বে অন্তরঙ্গ আলাপনে অতিথি নাট্যজন, লেখক ও আলোকচিত্রি শাহজাহান চৌধুরী

চিরায়ত চীনা সাহিত্য

প্রাচীন চীনের বিখ্যাত দুই কবিভ্রাতা

ছবি: কবি ছাও ফি ও কবি ছাও চি

প্রাচীন চীনের দুজন বিখ্যাত কবি ছিলেন ছাও ফি ও ছাও চি। তারা দুই ভাই। সমরনায়ক ও কবি ছাও ছাও এর দুই পুত্র। বাবার মতো দুজনেই কবিত্ব শক্তি পেয়েছিলেন সেই সঙ্গে সমরবিদ্যাও। চীনের ইতিহাসে তিন রাজ্য সময়ের কবি ছিলেন তারা। এদের মধ্যে বড় ভাই ছিলেন ছাও ফি। তিনি ছাও ওয়েই সাম্রাজ্যের প্রথম সম্রাট ছিলেন। ১৮৭ খ্রিস্টাব্দে ছাও ফি জন্মগ্রহণ করেন। তার আরেকটি নাম চিহুয়ান। ২২৬ খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। ছাও ছাও তার বাবার মতোই বড় যোদ্ধা ছিলেন। পাশাপাশি তিনি ছিলেন কবি ও লেখক। তিনি ইয়ান ক্য সিং নামে বিশেষ ধরনের চীনা কবিতা লিখেছেন। এই স্টাইলে এক পংক্তিতে ৭টি শব্দ থাকে। কবিতার পাশাপাশি ছাও ফি বিভিন্ন বিষয়ে অনেক প্রবন্ধ লিখেছেন। ছাও চিও একই স্টাইলে কবিতা লিখতেন এবং এ ধারায় ভাইয়ের চেয়ে তার কবিতাই বেশি জনপ্রিয়তা পায়।

ছাও চি ছিলেন ছোট ভাই। কিন্তু কাব্য প্রতিভায় তিনি ছাও ফির চেয়েও বড় ছিলেন। তবে তাদের দুর্ভাগ্য ছিল রাজ্যশাসক হওয়া। কারণ রাজ্য শাসন মানেই ক্ষমতার দ্বন্দ্ব। ছাও চি তার প্রতিভার জন্য পিতার প্রিয়ভাজন ছিলেন। পরে অবশ্য স্পষ্টবাদিতা ও ঔদ্ধত্যের কারণে বিরাগভাজনও হন।

ছাও ফি সম্রাট হয়ে নিজের সিংহাসন নিষ্কন্টক করতে ভাইদের দূর গ্রামে নির্বাসনে পাঠিয়ে দেন। এটি ছিল ছাও চির অত্যন্ত মনোকষ্টের কারণ। এই দুঃখ থেকেই তিনি লেখেন একটি কবিতা যা কালের করাল স্পর্শ এড়িয়ে আধুনিক বিশ্বেও টিকে আছে এবং জনপ্রিয়তাও পেয়েছে।

সীমের দানার কান্না

পাত্রে সিদ্ধ হচ্ছে সীম, তৈরি হবে জাউ

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn