বাংলা

দেহঘড়ি পর্ব-৫৮

cmgPublished: 2022-02-25 20:12:38
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

একদিনে এক কোটি কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শনিবার

চলমান কোভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণে বাংলাদেশের মোট জনসংখ্যার ৭০ শতাংশ জনগোষ্ঠীকে ১ম ডোজের আওতায় আনতে ২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘একদিনে এক কোটি কোভিড-১৯ টিকাদান কার্যক্রম’। এ বিশেষ কার্যক্রমের মাধ্যমে সরকার দেশের সবাইকে ১ম ডোজ কোভিড-১৯ টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। পরবর্তীতে দ্বিতীয় ও বুস্টার ডোজ প্রদান কার্যক্রমও জোরদার করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ কার্যক্রমের আওতায় জনসাধারণের টিকা গ্রহণ সহজতর করতে নিবন্ধিত ও অনিবন্ধিত সবাই ১ম ডোজ টিকা গ্রহণ করতে পারবেন। সরকার আগামী ২৬ ফেব্রুয়ারি সারা দেশে অতিরিক্ত অস্থায়ী কেন্দ্র স্থাপনের মাধ্যমে টিকা প্রদানের ব্যবস্থা গ্রহণ করেছে।

এদিকে, গণটিকা কার্যক্রম সফল করতে ১২০ জন নার্সকে ঢাকার পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলায় সংযুক্তির আদেশ দিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। গত ২২ ফেব্রুয়ারি অধিদপ্তর ইস্যুকৃত এক অফিস আদেশে এ নির্দেশনা জানানো হয়েছে।

বাংলাদেশে গুরুত্ব পাবে জনস্বাস্থ্য গবেষণা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাশা অনুযায়ী দেশেই মৌলিক গবেষণায় নবদিগন্তের দ্বার উন্মোচন করা হবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগে মৌলিক গবেষণা নিয়ে আয়োজিত এক সভায় একথা বলেন তিনি।

উপাচার্য বলেন, দেশের মানুষের জন্য কল্যাণকর জনস্বাস্থ্যবিষয়ক গবেষণাকে বেশি গুরুত্ব দেওয়া হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, আইসিডিডিআর'বিসহ গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগে গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে।

首页上一页123456全文 6 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn